আজকের দিনে মা তারাকে মূল মন্দির আনা হয় বিশ্রাম মঞ্চে ভক্তদের মাঝে

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : আজ শুক্লা চতুর্দশী, মাতারার আবির্ভাব দিবস। আর এই দিনটি উপলক্ষে আজ ভোর থেকেই তারাপীঠে মন্দির চত্বরে উপছে পড়েছে দর্শনার্থীদের ভীড়। মা তারাকে বিভিন্ন সময় বিভিন্ন রূপে পূজা করা হয়, কখনো দুর্গা, কখনো কালী, কখনো জগদ্ধাত্রী। কিন্তু কখনো মা তারাকে মূল মন্দির থেকে বের করা হয় না বাইরে। বছরের এই একটি দিনেই মাতারাকে মূল মন্দির থেকে বের করে মন্দির চত্বরে থাকা বিশ্রাম মঞ্চে বের ভক্তদের মাঝে।

Advertisements

Advertisements

সারাদিন সেখানে থাকার পর সন্ধ্যায় ফের মা তারাকে মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। আজ দুপুরে মা তারার কোন ভোগ হয় না। সন্ধ্যায় মূল মন্দিরে ফিরিয়ে নিয়ে যাওয়ার পর সেখানে ভোগ নিবেদন করা হয় ।

Advertisements

কথিত আছে, পাল বংশের জয় দত্ত সদাগর স্বপ্নাদেশ পেয়েছিলেন শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নিচে মায়ের শিলা মূর্তি রয়েছে। শুক্লা চতুর্দশী তিথিতে জয় দত্ত সদাগর ওই শ্বেত শিমুল বৃক্ষের তলায় পঞ্চমুন্ডির আসনের নিচ থেকে মায়ের শিলা মূর্তি উদ্ধার করে মন্দির প্রতিষ্ঠা করেন। সেই প্রতিষ্ঠান থেকেই মায়ের পুজো শুরু হয়। তারপর থেকে এই দিনটিকে তারা মায়ের আবির্ভাব দিবস হিসাবে গণ্য করা হয়।

আবার আজই তারা মাকে পশ্চিম মুখে বসিয়ে পুজো করা হয়। এর পিছনেও রয়েছে অন্য একটি কাহিনী। কথিত আছে বীরভূম ঝাড়খন্ড লাগোয়া মলুটি গ্রামের মা মৌলিক্ষা ও তারামা দুই বোন। তাই এদিন মৌলিক্ষা মায়ের দিকে মুখ করেই তারা মাকে বসানো হয়।

Advertisements