Sikkim Car Fare Reduced: সিকিমে হুস করে কমে গেল গাড়ি ভাড়া, সামনে এলো নতুন রেট চার্ট

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশ হোক অথবা বিদেশ, বিভিন্ন জায়গা থেকেই সিকিমের (Sikkim) সৌন্দর্যে ভরা পাহাড়ি এলাকায় পর্যটকদের আসতে দেখা যায়। তবে এই সকল পর্যটকদের অধিকাংশের নানান অভিযোগ রয়েছে সিকিম ট্যুরের (Sikkim Tour) ক্ষেত্রে। পর্যটকদের যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে অন্যতম হলো গাড়ি ভাড়া এবং পারমিটের জন্য নেওয়া মাত্রাতিরিক্ত টাকা।

Advertisements

এই ঘটনায় একাধিকবার পর্যটকদের তরফ থেকে অভিযোগ জানানোর পাশাপাশি সম্প্রতি প্রাক্তন এক কেন্দ্রীয় উচ্চ স্থানীয় আধিকারিকের অভিযোগের পরিপ্রেক্ষিতে নড়েচড়ে বসে কেন্দ্র। তাদের তরফ থেকে সিকিম সরকারকে এই বিষয়ে চিঠি দিয়ে সতর্ক করা হয়। আর সেই চিঠির পর এবার সিকিম সরকারের তরফ থেকে গাড়ি ভাড়া কমানো হলো (Sikkim Car Fare Reduced) এবং তা বেঁধে দেওয়া হল।

Advertisements

গত ২৪ মে সিকিম সরকারের পর্যটন ও অসামরিক পরিবহন দপ্তরের তরফ থেকে একটি বৈঠক করা হয় এবং তারপরই গাড়ি ভাড়ার চার্ট তৈরি করা হয়। যে নতুন চার্ট প্রকাশ করা হয়েছে সেই নতুন চার্টে দেখা যাচ্ছে, আগের তুলনায় হাজার হাজার টাকা কমেছে গাড়ি ভাড়া। বলা যেতে পারে কেন্দ্রের এমন পদক্ষেপের পর সিকিম প্রশাসন নড়েচড়ে বসতেই হুস করে কমে গেল গাড়ি ভাড়া।

Advertisements

আরও পড়ুন ? Sikkim: পর্যটকদের জন্য দারুণ খবর, এবার মাত্র ১৯০ টাকায় ঘুরে আসুন সিকিম

সিকিম সরকারের তরফ থেকে গাড়ি ভাড়া সংক্রান্ত নতুন চার্ট প্রকাশ করার পাশাপাশি গ্যাংটক থেকে নাথুলা পাস, বাবা ধাম, ছাঙ্গু লেক সহ অন্যান্য জায়গা যাওয়ার ক্ষেত্রে কত টাকা পারমিট দিতে হবে সেই টাকার অংক স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে। আর এসবের ফলে এবার সিকিমে ঘুরতে যাওয়ার খরচ পর্যটকদের অনেকটাই কমে যাবে। এমনকি প্রশাসনের তরফ থেকে 9434182178 (পর্যটন দফতর), 7908081127 (পুলিশ চেক পোস্ট) এবং 9434126851 (পরিবহণ দফতর) নম্বর দেওয়া হয়েছে। যদি কোন গাড়িচালক বেশি টাকা চান তাহলে ওই সকল নম্বরে ফোন করে অভিযোগ জানানো যাবে।

সিকিম সরকারের তরফ থেকে গাড়ি ভাড়া নিয়ে যে রেট বেঁধে দেওয়া হয়েছে তাতে লাক্সারি গাড়ির জন্য এবার পর্যটকদের খরচ করতে হবে ৭০০০ টাকা এবং লাক্সারি নয় এমন গাড়ির জন্য খরচ করতে হবে ৬৫০০ টাকা। আগে যেখানে গাড়ি ভাড়ার জন্য ৯ থেকে ১০ হাজার টাকার নিচে কথায় বলতেন না গাড়ি চালকরা। আবার ভরা মরশুমে এই ভাড়া ১২ হাজার টাকা থেকে ১৫ হাজার টাকারও বেশি হতে দেখা গিয়েছে। সরকারের নির্দেশ অনুযায়ী এর বাইরে যদি কোন চালক ভাড়া দাবি করেন অথবা ভাড়া নেওয়ার চেষ্টা করেন তাহলে তার বিরুদ্ধে কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৮, কেন্দ্রীয় মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৮৯ এবং সিকিম মোটর ভেহিকল অ্যাক্ট ১৯৯১ অনুযায়ী কড়া পদক্ষেপ নেওয়া হবে।

Advertisements