কম খরচে সিকিম ভ্রমণ, বাড়তি টাকা নিতে পারবে না এজেন্টরা, জারি নতুন নিয়ম

নিজস্ব প্রতিবেদন : পর্যটক বিশেষ করে যারা সিকিম ঘুরতে পছন্দ করেন তাদের জন্য সুখবর। সিকিম ঘুরতে যাওয়া পর্যটকদের তালিকায় সবচেয়ে বেশি যাদের নাম রয়েছে তারা হলেন বাঙালি। স্বাভাবিকভাবেই ভ্রমণ নিয়ে নতুন এই সিদ্ধান্ত বা নিয়ম জারি হওয়া বাঙ্গালীদের কাছে সুখবর।

বছরের বিভিন্ন সময় বাংলার বিভিন্ন প্রান্ত থেকে পর্যটকদের সিকিম ঘুরতে যেতে দেখা যায়। সিকিম ঘুরতে যাওয়ার ক্ষেত্রে অধিকাংশ বাঙালিরা এজেন্টের হাত ধরেই রওনা দিয়ে থাকেন। তবে বিভিন্ন সময় অভিযোগ ওঠে, এজেন্টরা অনেক বেশি টাকা নেন। এজেন্টের টাকা নেওয়ার ক্ষেত্রে এবার নতুন নিয়ম জারি করা হলো।

কেননা সিকিম সরকারের তরফ থেকে এবার টাকার অংক বেঁধে দেওয়া হয়েছে এজেন্টদের জন্য। টাকার অংক বেঁধে দেওয়ার পরিপ্রেক্ষিতে এজেন্টরা আর তার থেকে বেশি টাকা নিতে পারবেন না। পর্যটকদের কাছে সিকিমকে আরও গুরুত্বপূর্ণ পর্যটন কেন্দ্র এবং পর্যটকদের অভিযোগের উপর লাগাম টানার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এজেন্টরা পর্যটকদের থেকে কত টাকা নেবেন এবং যাতে টাকা নেওয়া নিয়ে কোনো রকম অভিযোগ না ওঠে তার জন্য সম্প্রতি সিকিমের পর্যটন বিভাগের অতিরিক্ত সচিব SML Srivastav একটি বৈঠক সেরে ফেলেছেন। সেখানে বলা হয়েছে, রেজিস্টার্ড ট্যুরিজম এজেন্সীগুলি পর্যটকদের নিয়ে বিভিন্ন জায়গা ঘুরে দেখাতে পারবে। ঘুরে দেখানোর জন্য কত টাকা নেওয়া হবে তা ঠিক করে দেবে সরকার।

আধিকারিকদের তরফ থেকে জানানো হয়েছে, সিকিমের বিভিন্ন জায়গা ঘুরে দেখার ক্ষেত্রে পর্যটকরা যাতে কোনোভাবেই অসুবিধার সম্মুখীন না হন তার জন্য এমন ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পর্যটকদের সুবিধা দেখার পাশাপাশি সেখানকার ট্যাক্সিচালক থেকে শুরু করে ট্যুর এজেন্সী প্রত্যেকের সুবিধায় দেখা হবে, তবে কোথাও লোক ঠকানো যাবে না।