Silajit on RG Kar: ‘গিটার কাঁধে কাঁধে ঘুরবে না’! আরজি কর নিয়ে এবার গান বাঁধলেন শিলাজিৎ মজুমদার

Shyamali Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ ৯ আগস্ট আরজি করে (RG Kar Case) ঘটে যাওয়া ঘটনার পর গ্রাম থেকে শহর, রাজ্য থেকে দেশ, দেশ থেকে বিদেশ সব জায়গাতেই শুধু বিচারের দাবিতে চলছে প্রতিবাদ। সাধারণ মানুষদের পাশাপাশি এই প্রতিবাদে শামিল হতে দেখা গিয়েছে তারকাদেরও। আর এবার এই আরজি কর কান্ড নিয়ে গান বাঁধলেন শিলাজিৎ মজুমদার (Silajit on RG Kar)। শিলাজিতের গানে ফুটে উঠেছে ‘গিটার কাঁধে কাঁধে ঘুরবে না’।

Advertisements

আরজি কর কাণ্ড নিয়ে রাজ্যের কোনায় কোনায় যখন প্রতিবাদের মিছিল, প্রতিবাদের সমাবেশ, তিলে তিলে দানা বাঁধছে নতুন নতুন আন্দোলন সেই সময় নিজের ছন্দেই প্রতিবাদের সুর তুলতে দেখা গেল শিলাজিৎ মজুমদারকে। যেখানে গানের মধ্যে তাকে তুলে ধরতে দেখা যায়, ‘গিটারটা বন্দুক হয়ে যেতে পারে। গিটারটা শুধু কাঁধে কাঁধে ঘুরবে তা নয়। গিটারটা সব বুঝে পাশ ফিরে শোবে এমন নয়। যারা এমন ভাবছে তারা ভুল করছে।’

Advertisements

আরজি কর কান্ড ঘটে যাওয়ার পর যখন চারদিকে প্রতিবাদের আগুন ছড়িয়ে পড়েছে সেই সময় বসে থাকেন নি সেলিব্রেটিরাও। তারাও এই আন্দোলনে পা মিলিয়ে রাজপথ থেকে শুরু করে বিভিন্ন জায়গায় হেঁটেছেন। তারাও দিনের পর দিন নিজেদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। তবে এসবকে ছাড়িয়ে এবার অন্যভাবেই নিজের প্রতিবাদী মুখ তুলে ধরলেন শিলাজিৎ মজুমদার। তিনি গিটার হাতে প্রতিবাদী গান বেঁধে প্রতিবাদী হয়ে উঠেছেন।

Advertisements

আরও পড়ুন : Sandip Ghosh: বলিহারি ভাগ্য করেছেন প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ! আরজি কর ঘটনার মাঝেও মিলল নতুন পদ

শিলাজিৎ তার গানের মধ্য দিয়ে বুঝিয়ে দিয়েছেন কেউ যদি ভেবে থাকেন সবকিছু মুখ বুজে সহ্য করে নেবে তাহলে ভুল করছেন। আর সেটা তিনি বুঝিয়ে দিয়েছেন গিটারের প্রসঙ্গকে সামনে রেখে। তিনি নীল আকাশের প্রসঙ্গকে সামনে রেখে বুঝিয়ে দিয়েছেন প্রতিবাদের সুর কতটা চওড়া হতে পারে। শিলাজিৎ বুঝিয়ে দিয়েছেন তার গানের মাধ্যমে সহ্য করতে করতে কখন মানুষ কোন জায়গায় পৌঁছাতে পারে।

অন্যদিকে আরজি কর কাণ্ডে কেবল শিলাজিৎ নন, এর পাশাপাশি প্রতিবাদের সুর চড়িয়েছেন অরিজিৎ-ও। প্রতিবাদের সুর চড়িয়েছেন রুপম ইসলাম। অরিজিৎ সিং এবার রাস্তায় নামবেন বলেই দাবি করেছেন রুপম ইসলাম। ৬-৭ দিনের অপেক্ষা শেষে যদি কোন সুরাহা না পাওয়া যায় তাহলেই তিনি রাস্তায় নামবেন বলে দাবি করেছেন। আর অরিজিৎ রাস্তায় নামলে মানুষের অভূতপূর্ব সমর্থন পাওয়া যাবে এমনটাই বিশ্বাস।

Advertisements