New Rules: সিমকার্ড থেকে হেলমেট, ১ সেপ্টেম্বর থেকে বদলে যাচ্ছে ৫ নিয়ম

Madhab Das

Published on:

Advertisements

বাংলাএক্সপি ডেস্কঃ আর মাত্র কয়েকদিন তারপরেই নতুন মাস সেপ্টেম্বরের সূচনা। নতুন মাসের সূচনাতে দেখা যায় বিভিন্ন ক্ষেত্রে নিয়মে বদল এনে নতুন নতুন নিয়ম (New Rules) জারি করা হচ্ছে। ঠিক সেই রকমই সেপ্টেম্বর মাসে সিমকার্ড থেকে শুরু করে হেলমেট নিয়ে ৫টি নিয়মে বদল আসতে চলেছে।

Advertisements

১) বদলের ক্ষেত্রে প্রথমেই যেটির কথা বলতে হয় তাহলে রান্নার গ্যাস। প্রতি মাসের শুরুতেই রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি রান্নার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে থাকে। গত কয়েক মাস ধরে ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বদল না এলেও ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারে বারবার বদল আসতে দেখা গিয়েছে। সেপ্টেম্বর মাসেও নতুন দাম ঘোষণা করা হবে। তবে দেখার বিষয় শুধুই ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে বদল আনা হয় নাকি ১৪.২ কেজি ওজনের সিলিন্ডারেও বদল আনা হয়।

Advertisements

২) স্প্যাম কল আটকাতে আগামী ১ সেপ্টেম্বর থেকে ট্রাই নতুন নিয়ম জারি করতে চলেছে। নতুন নিয়মের বিষয়ে ইতিমধ্যেই ট্রাই দেশের টেলিকম সংস্থাগুলিকে চিঠি দিয়েছে। নতুন নিয়ম অনুযায়ী স্প্যাম কলের জন্য পুরো দায় যাবে টেলিকম সংস্থাগুলির উপর। এমনকি এই ধরনের নির্দেশিকা অমান্য করলে লক্ষ লক্ষ টাকা করা হবে।

Advertisements

৩) এইচডিএফসি ব্যাঙ্ক তাদের ক্রেডিট কার্ডের উপর পাওয়া রিওয়ার্ড পয়েন্টের ক্ষেত্রে লিমিট লাগানো হতে চলেছে। এবার বিল পেমেন্টের উপর সর্বাধিক ২০০০ রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হতে পারে। অন্যদিকে বিল পেমেন্টের ক্ষেত্রে পেমেন্টের তারিখ ১৫ তারিখ করা হতে পারে। পাশাপাশি রুপে ক্রেডিট কার্ড ব্যবহার করলেও অন্যান্য কার্ডের মত রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে।

আরও পড়ুন : Train Viral Video: দুখন্ড হয়ে গেল ট্রেন, পড়ে রইল ৮টি কোচ, ভারতীয় রেলের নতুন কীর্তির ভিডিও

৪) সেপ্টেম্বর মাসে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য আসতে পারে নতুন সুখবর। যা শোনা যাচ্ছে তাতে সেপ্টেম্বর মাসে ৩ শতাংশ মহার্ঘ ভাতা বাড়ানো হতে পারে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের।

৫) অন্ধ্রপ্রদেশের উচ্চ আদালতের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে আগামী ১ সেপ্টেম্বর থেকে বিশাখাপত্তনমে সমস্ত মোটর বাইক আরোহী ও চালক দুজনকেই হেলমেট পরে রাস্তায় বেরোতে হবে। এই নিয়ম না মানলে ১০৩৫ টাকা জরিমানা দিতে হবে।

Advertisements