নিজস্ব প্রতিবেদন : বিশ্বের সবচেয়ে বেশি মোবাইল ব্যবহারকারীর সংখ্যা বোধ হয় ভারতেই রয়েছে। জনসংখ্যার নিরিখে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশ হওয়ার পাশাপাশি এমন সম্ভাবনাই স্বাভাবিক। তবে এর চেয়েও সম্ভাবনা স্বাভাবিক হয়েছে মূলত এক এক ব্যক্তির কাছে একের বেশি নম্বর থাকা। এই পরিস্থিতিতে সিমকার্ড (Sim card) ব্যবহারের ক্ষেত্রে যাতে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকে তার জন্য বিভিন্ন নিয়ম জারি করে থাকে ট্রাই (Trai)।
ঠিক সেই রকমই এবার ট্রাইয়ের তরফ থেকে এমন একটি নিয়ম জারি করা হলো, যে নিয়ম না মানলে মোবাইল নম্বর দু’বছরের জন্য ব্লক হতে পারে। ট্রাইয়ের তরফ থেকে এমন নিয়ম জারি করা হয়েছে মূলত বিভিন্ন ধরনের Spam Call এর কথা মাথায় রেখে। Spam Call নিয়ে দিন দিন কড়া পদক্ষেপ নিচ্ছে কেন্দ্র সরকার এবং তারই পরিপ্রেক্ষিতে এমন ব্যবস্থাপনা।
Spam Call ঠেকানোর জন্য গত ২৩ ফেব্রুয়ারি ট্রাই টেলিকম সংস্থাগুলির সঙ্গে একটি বৈঠক করে। সেই বৈঠকে সর্বসম্মতিক্রমে একটি সিদ্ধান্ত নেওয়া হয় আর সেই সিদ্ধান্ত হল, কোন ব্যক্তি যদি তার ব্যক্তিগত মোবাইল নম্বর প্রচারমূলক অথবা প্রতারণামূলক কোনো রকম কাজের জন্য ব্যবহার করে থাকেন তাহলে তার নম্বর দু’বছরের জন্য ব্লক করে দেওয়া হবে। এর পাশাপাশি ওই ব্যক্তির নামে কোন সিম কার্ড ইস্যু করা হবে না।
বহু সংস্থা রয়েছে যারা এমন ধরনের মোবাইল নম্বর বা তাদের কর্মীরা নিজেদের ব্যক্তিগত মোবাইল নম্বর ব্যবহার করে গ্রাহকদের ফোন করে থাকেন। কিন্তু ট্রাই নির্দেশ দিয়েছে, এমন কাজ করা যাবে না এবং এমন নম্বর ব্যবহার করতে হবে যেগুলি দেখে গ্রাহকরা যেন বুঝতে পারেন যে সেগুলি প্রমোশনাল বা স্প্যাম কল।
এর পাশাপাশি ট্রাইয়ের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে ব্যাঙ্কিং/ ইনসুওরেন্স/ ফাইন্যান্সিয়াল প্রডাক্ট/ ক্রেডিট কার্ড, শিক্ষা, স্বাস্থ্য, অটোমোবাইল, কমিউনিকেশন/বিনোদন/সম্প্রচার/আইটি, পর্যটন এই ধরনের বিভিন্ন বিভাগের জন্য বিভিন্ন ধরনের মোবাইল নম্বর ইস্যু করতে হবে যাতে গ্রাহকরা বুঝতে পারেন এটি স্প্যাম কল।