সিমকার্ড থেকে ব্যাঙ্কিং পরিষেবা! ডিসেম্বরে ৪ পরিবর্তন, সুবিধা বাড়বে আমজনতার

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : প্রতি মাসের শুরুতেই দেখা যায় সরকারের তরফ থেকে কোন না কোন ক্ষেত্রে নিয়মে পরিবর্তন (New Rules In December 2023) আনা হয়। মূলত দেশের নাগরিকদের নিরাপত্তা থেকে শুরু করে সুযোগ-সুবিধা ইত্যাদির কথা মাথায় রেখে এই সকল পরিবর্তন আনে সরকার। ঠিক সেই রকমই ডিসেম্বর মাসেও সরকারের তরফ থেকে ৪টি পরিবর্তন আনা হয়েছে, যে সকল পরিবর্তন দেশের নাগরিকদের সুবিধার জন্য আনা হয়েছে। ডিসেম্বর মাসের এই সকল পরিবর্তন কোন কোন ক্ষেত্রে অসুবিধা তৈরি করলেও অধিকাংশ ক্ষেত্রেই সুবিধা প্রদান করবে বলে আশা করা হচ্ছে।

Advertisements

১) প্রথম যে পরিবর্তনের কথা বলতে হয় তা হলো রান্নার গ্যাসের দাম (Cooking Gas Price)। ডিসেম্বর মাসের প্রথমেই ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দামে পরিবর্তন আনা হয়েছে। এবার ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার প্রতি দাম বৃদ্ধি করা হয়েছে ২২.৫০ টাকা। যদিও ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম অপরিবর্তিত রাখা হয়েছে। এর ফলে বাণিজ্যিকভাবে যারা রান্নার গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা কিছুটা হলেও অসুবিধার সম্মুখীন হবেন। তবে সাধারণ নাগরিকরা রান্নার গ্যাসের পিছনে খরচের ক্ষেত্রে ডিসেম্বর মাসে স্বস্তি পাচ্ছেন।

Advertisements

২) ব্যাঙ্কিং সেক্টরগুলির (Banking Sector) জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) একটি নির্দেশ দিয়েছে। সেই নির্দেশ অনুযায়ী এবার যদি কোন গ্রাহক তাদের পুরো ঋণ পরিশোধ করে দেন তাহলে নির্দিষ্ট সময়ের মধ্যে ব্যাংক কর্তৃপক্ষকে ওই গ্রাহককে সমস্ত কাগজ ফেরত দিতে হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে কাগজ ফেরত না দিলে প্রতিমাসে পাঁচ হাজার টাকা করে জরিমানা দিতে হবে। এই পাঁচ হাজার টাকা পাবেন ওই গ্রাহক। এই সিদ্ধান্তের ফলে গ্রাহকদের সুবিধা অনেক বেড়ে যাবে।

Advertisements

৩) জালিয়াতি থেকে প্রতারণার মতো ঘটনা ঠেকানোর জন্য ডিসেম্বর মাস থেকে সিম কার্ড (Simcard) বিক্রি নিয়ে জারি হয়েছে নতুন নিয়ম। নতুন নিয়ম অনুসারে যারা সিম কার্ড বিক্রি করছেন অর্থাৎ ডিলার অথবা ডিস্ট্রিবিউটর তাদের বেশ কিছু নিয়ম মেনে চলতে হবে। এছাড়াও একসঙ্গে একাধিক সিম কার্ড ইস্যুর উপর নিষেধাজ্ঞা থেকে শুরু করে কেওয়াইসি সংক্রান্ত বিভিন্ন ক্ষেত্রে কড়াকড়ি নিয়ম জারি করা হয়েছে। এমনকি এই সকল নিয়ম অমান্য করা হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা হবে বলেও জানানো হয়েছে।

৪) পেনশনভোগী, যাদের বয়স ৬০ থেকে ৮০ বছর তাদের ৩০ নভেম্বরের জীবন শংসাপত্র জমা দেওয়ার নিয়ম রয়েছে। এক্ষেত্রে যদি কোন পেনশনভোগী শংসাপত্র জমা দিতে ভুলে গিয়েছেন অথবা কোন সমস্যা হয়েছে তাহলে তার পেনশন পাওয়ার ক্ষেত্রে সমস্যা তৈরি হতে পারে।

Advertisements