২০০৩ আর ২০২৩ ক্রিকেট বিশ্বকাপে রয়েছে আজব ৬টি মিল! ৬ নম্বরটি চমকে দেওয়ার

নিজস্ব প্রতিবেদন : শেষের মুখে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপ (Cricket World Cup 2023)। রবিবার অর্থাৎ ১৯ মে এবারের ক্রিকেট বিশ্বকাপের শেষ ম্যাচে মুখোমুখি হবে টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া। শেষবার এই দুটি দল ফাইনালে মুখোমুখি হয়েছিল ২০০৩ সালে। যেবার টিম ইন্ডিয়াকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল অস্ট্রেলিয়া। তবে এখন সময় অনেক বদলে গিয়েছে। সময় বদলে গেলেও ২০ বছর আগের ক্রিকেট বিশ্বকাপের সঙ্গে ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের ৬টি আজব মিল খুঁজে পাওয়া গেল। এর মধ্যে আবার ৬ নম্বরটি চমকে দেওয়ার মতো।

১) ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের উইকেট কিপারের দায়িত্ব সামলে ছিলেন রাহুল দ্রাবিড়। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপে কাকতালীয়ভাবে উইকেট কিপারের দায়িত্ব সামলাচ্ছেন কে এল রাহুল। সেবার রাহুল দ্রাবিড় ১১ ম্যাচে ৩১৮ রান করেছিলেন আর এবার কে এল রাহুল ১০ ম্যাচে ৩৮৬ রান করেছেন।

২) ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছিলেন টিম ইন্ডিয়ার শচীন টেন্ডুলকর। তার সংগৃহীত রান সংখ্যা ছিল ৬৭৩। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপের আগে পর্যন্ত এই রান ছিল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি। এবার সবচেয়ে বেশি রান সংগ্রহ করেছেন বিরাট কোহলি। তার সংগৃহীত রান সংখ্যা হল ৭১১ এবং এটিই এখন ক্রিকেট বিশ্বকাপে বিশ্বের সবচেয়ে ব্যক্তিগতভাবে বেশি রান সংখ্যা।

৩) ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া কোন ম্যাচ না হেরেই ফাইনালে উঠেছিল। সেই একই কৃতিত্ব এবার অর্জন করেছে টিম ইন্ডিয়া। একটিও ম্যাচ না হেরে তারা ফাইনালে উঠেছে।

৪) ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে অস্ট্রেলিয়া হারিয়েছিল টিম ইন্ডিয়াকে। এবারের ক্রিকেট বিশ্বকাপে এর ঠিক উল্টো ঘটনা ঘটতে দেখা গিয়েছে। এবারের ক্রিকেট বিশ্বকাপের গ্রুপ পর্বে টিম ইন্ডিয়ার কাছে হারতে হয়েছে অস্ট্রেলিয়াকে।

৫) ২০০৩ সালের ক্রিকেট বিশ্বকাপে অস্ট্রেলিয়া টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছিল। ২০২৩ সালের ক্রিকেট বিশ্বকাপেও এখনো পর্যন্ত টিম ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া ১০টি করে ম্যাচ খেলেছে। যার মধ্যে টিম ইন্ডিয়া টানা ১০টি ম্যাচ জিতে ফাইনালে উঠেছে।

৬) ২০০৩ সালে যখন অস্ট্রেলিয়া তাদের দলের অনবদ্য পারফরমেন্স দেখিয়ে ফাইনালে উঠেছিল তখন তাদের সামনে ছিল তৃতীয়বারের জন্য বিশ্বকাপ জয়ের হাতছানি। ঠিক একইভাবে ২০২৩ সালে যখন টিম ইন্ডিয়া অনবদ্য পারফরম্যান্স দেখিয়ে ফাইনালে উঠতে সক্ষম হয়েছে তখনও তাদের সামনে রয়েছে তৃতীয়বারের জন্য ক্রিকেট বিশ্বকাপ ট্রফি জেতার হাতছানি।