নিজস্ব প্রতিবেদন : একজন ভারতীয় নাগরিকের কাছে আধার কার্ড হলো ভোটার কার্ড ও প্যান কার্ডের মতোই গুরুত্বপূর্ণ নথি। ভারতের যেকোনো জায়গায় আধারের ব্যবহার করা যায়। পাশাপাশি আধার ছাড়া সরকারি বিভিন্ন প্রকল্পে সুবিধা যেমন ভর্তুকি, প্যান কার্ড সচল রাখা ইত্যাদি সম্ভবপর হয় না। আর আধারের মত গুরুত্বপূর্ণ নথির ক্ষেত্রে সমস্ত তথ্য যেমন সঠিক রাখা প্রয়োজন ঠিক তেমনি মোবাইল নম্বর যুক্ত রাখাও অত্যন্ত জরুরি। যাতে করে যেকোনো রকম তৎকালীন জরুরি কাজ সহজভাবে করা সম্ভবপর হয়। পাশাপাশি মোবাইল নম্বর যোগ থাকলে সংশোধন, আধার লক ইত্যাদি সহজেই করা যায়।
আধারে দেওয়া সঠিক তথ্যগুলির মধ্যে গুরুত্বপূর্ণ নথি হলো মোবাইল নম্বর। বর্তমান সময়ে দেশের অজস্র নাগরিকেরই আধার নম্বরের সাথে মোবাইল নম্বর সংযুক্ত রয়েছে। কিন্তু দেখা যায় প্রয়োজনের তাগিদে সেই মোবাইল নম্বর পরিবর্তন করারও প্রয়োজন হয়ে ওঠে। তাই কিভাবে বাড়িতে বসে অনলাইনে আপনার আধারে থাকা মোবাইল নম্বর পরিবর্তন বা সংশোধন আবেদন করবেন তা জেনে রাখা দরকার। শুধু মোবাইল নম্বর নয় পাশাপাশি আপনি আপনার ঠিকানা ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য পরিবর্তন করতে পারবেন এই একই পদ্ধতির মাধ্যমে।
আধার কার্ডে মোবাইল নম্বর সংযোজন অথবা আপডেট করার ক্ষেত্রে সুরক্ষার জন্য UIDAI-এর তরফ থেকে অনলাইনে বেশ কিছু প্রতিবন্ধকতা রেখেছে। ব্যক্তিগত তথ্যের অপব্যবহার রুখতে এই পদক্ষেপ নিয়েছে UIDAI। তবে আপনি মোবাইল নম্বর আপডেট করার ক্ষেত্রে সম্পূর্ণ প্রক্রিয়াটি অনলাইনের সম্পন্ন করে রেখে দিতে পারেন। অর্থাৎ ফর্ম পূরণ, যে মোবাইল নম্বর দিতে চাইছেন সেই মোবাইল নম্বর ইত্যাদি আগেই আপডেট করে রাখতে পারেন অনলাইনে।
মোবাইল নম্বর আপডেট করার দুটি পদ্ধতি
অনলাইন : অনলাইনে মোবাইল নম্বর সংশোধন করার জন্য আপনাকে প্রথমে যেতে হবে UIDAI-এর অফিশিয়াল ওয়েবসাইট https://ask.uidai.gov.in/-এ।
সেখানে প্রথমেই আপনার মোবাইল নম্বর চাওয়া হবে। এক্ষেত্রে আপনি সেই নম্বরটি দিন যেটি সবসময় আপনার সাথে থাকে।
এরপর এই একটি ক্যাপচা চাওয়া হবে, সেটি ঠিকমতো দিয়ে SEND OTP অপশনে ক্লিক করুন।
এর পরেই আপনার দেওয়া মোবাইল নম্বরে একটি OTP চলে আসবে। সেই OTP টি নির্দিষ্ট জায়গায় দিয়ে পরবর্তী পর্যায়ে চলে যান।
এই পর্যায়ে আপনি আপনার আধার আপডেট করার অপশনগুলি দেখতে পাবেন। সেখান থেকে বেছে নিন মোবাইল নম্বর অপশনটি। মোবাইল নম্বর ছাড়াও এখানে আপনি ঠিকানা, নাম, জন্মতারিখ ইত্যাদি সংশোধন করতে পারবেন।
এরপর পরবর্তী পর্যায়ে আপনার আধার নম্বর ও নাম চাওয়া হবে। সেগুলি সঠিক জায়গায় দিন।
এরপর আবার নতুন করে আপনার মোবাইল নম্বর চাওয়া হবে। সেখানে আবার মোবাইল নম্বর দিয়ে এবং ক্যাপচা দিয়ে আবার SEND OTP অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নম্বরে আসা OTP টি নির্দিষ্ট জায়গায় দিন।
এরপর দেওয়া সমস্ত তথ্য যাচাই করে Submit বোতামে ক্লিক করুন।
এর পরেই আপনি আপনার আবেদনের পরিপ্রেক্ষিতে অ্যাপয়েন্টমেন্ট আইডি পেয়ে যাবেন। তারপর ওই অ্যাপোয়েন্টমেন্ট আইডির মাধ্যমে আপনার নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টারে একটি স্লট বুক করে নিন।
অফলাইন : অনলাইনে এনরোলমেন্ট সেন্টারের স্লট বুক করলে আপনাকে দেওয়া নির্দিষ্ট সময়ে পৌঁছালেই সহজেই আপনার সমস্ত রকম সংশোধন প্রক্রিয়া সহজেই সম্ভব হয়ে যায়। সেক্ষেত্রে সময় নষ্ট হওয়ার আশঙ্কা থাকে না। তবে অনলাইন ছাড়াও এই প্রক্রিয়া সম্পন্ন হবে অফলাইনেও করা সম্ভব। আর অফলাইনে করার জন্য আপনাকে আপনার নিকটবর্তী এনরোলমেন্ট সেন্টার অথবা আধার সংশোধন কেন্দ্রগুলির সাথে যোগাযোগ করতে হবে। এই সকল কেন্দ্রগুলিতে গিয়ে লাইনে দাঁড়িয়ে আপনাকে তা করাতে হবে, যা অবশ্যই সময় সাপেক্ষ। এছাড়াও বিভিন্ন আধার সংশোধন কেন্দ্রগুলিতে প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক আধারই সংশোধন বা নতুন করা হচ্ছে। সে ক্ষেত্রে আপনি যদি অনলাইনে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে রেখে স্লট পেয়ে যান তাতে আপনার অনেকটা সময় বেঁচে যাবে।