অনলাইনে Aadhaar Card-এ বাড়ির ঠিকানা পরিবর্তন করার সহজ পদ্ধতি

Madhab Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : যে সকল ব্যক্তিরা ভাড়া বাড়িতে থাকেন তাদের সময়ের পরিপ্রেক্ষিতে বাড়ি বদলাতে হয়। আর এই বাড়ি বদলানোর সাথে সাথে নিজেদের প্রয়োজনীয় ডকুমেন্টগুলির বাড়ির ঠিকানা পরিবর্তন করার প্রয়োজন হয়ে ওঠে। এবার আধারে বাড়ির ঠিকানা পরিবর্তন করার ক্ষেত্রে এই সকল ভাড়াটে ব্যক্তিদের জন্য সুখবর দিল UIDAI। তবে শুধু ভাড়াটে ব্যক্তিদের জন্যই নয় এই পদ্ধতিতে যে কেউ আধার কার্ডে নিজের বাড়ির ঠিকানা পরিবর্তন করতে পারবেন খুব সহজেই।

ভাড়াটিয়াদের আধার কার্ডে বাড়ির ঠিকানা পরিবর্তনের ক্ষেত্রে এবার ভাড়া চুক্তির কাগজ প্রমাণ পত্র হিসেবে ব্যবহার করা যাবে। তবে সেক্ষেত্রে চুক্তিপত্রে অবশ্যই ভাড়াটিয়ার নাম থাকতে হবে বলে জানিয়েছে UIDAI।

আধার কার্ডে বাড়ির ঠিকানা পরিবর্তন করার সহজ পদ্ধতি

১) আধার কার্ডে বাড়ির ঠিকানা পরিবর্তন করার জন্য গ্রাহককে যেতে হবে আধারের অফিশিয়াল ওয়েবসাইট https://uidai.gov.in/ তে।

২) সেখানে আপনি দেখতে পাবেন ‘My Aadhaar’ নামে একটি বিকল্প। যেখানে দেখতে পাওয়া যাবে ‘Update Your Aadhaar’ নামে আরও একটি বিকল্প রয়েছে। সেখানে ক্লিক করার পর ‘Update your address online’ বিকল্পটি বেছে নিতে হবে।

৩) ‘Update your address online’ বিকল্পে ক্লিক করার পরই চলে আসবে নতুন একটি পেজ। যেখানে ‘Proceed to Update Address’ অপশন বা বিকল্পে ক্লিক করতে হবে।

৪) এরপর আপনার সামনে আপনার ১২ ডিজিটের আধার নম্বর দেওয়ার জায়গা দেখতে পাবেন। সেখানে আপনার আধার নম্বর দেওয়ার পর ‘Send OTP’ বিকল্পে ক্লিক করুন।

৫) এরপর আপনার আধারের সাথে রেজিস্টার্ড থাকা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে, যেটি দিয়ে ভেরিফিকেশন প্রক্রিয়া সম্পন্ন করুন।

৬) এখানে বাড়ির ঠিকানা পরিবর্তন করার পর তার স্বপক্ষে ডকুমেন্ট আপলোড করতে হবে। সে ক্ষেত্রে সাধারণ বাসিন্দারা নিজেদের ঠিকানার পরিপেক্ষিতে ভোটার আইডি কার্ড, পঞ্চায়েত প্রধান অথবা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের সম্মতি সংক্রান্ত ডকুমেন্ট ইত্যাদি আপলোড করতে পারবেন। আর যাদের জন্য এই সুবিধা আনা হয়েছে অর্থাৎ ভাড়াটিয়াদের জন্য প্রয়োজনীয় তথ্য হিসাবে তারা বাড়ি ভাড়ার চুক্তিপত্র স্ক্যান করে পিডিএফ ফাইল বানিয়ে আপলোড করতে পারবেন।

৭) এই পর্যায়ে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হলে ‘Submit’ বটনে ক্লিক করুন। পাশাপাশি আপনার নিকটস্থ বিপিও পরিষেবা নির্বাচিত করে ‘Request Submit’ করে দিন।

৮) ‘Submit’ করার পর আপনার কাছে একটি রেফারেন্স নম্বর দেওয়া হবে। যেটি আপনাকে রাখতে হবে। এরপর আপনার দেওয়া সমস্ত তথ্য যাচাই করার পর আপনার আধারের ঠিকানা পরিবর্তন হয়ে যাবে। আধারের ঠিকানা পরিবর্তন হয়ে গেলে আপনাকে ইমেল এবং আপনার মোবাইল নম্বরে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। তারপর আপনি আপনার আপডেট হওয়া নতুন আধার প্রিন্ট করিয়ে নিতে পারেন অথবা UIDAI থেকেই রিপ্রিন্টের আবেদন করতে পারেন।