নিজস্ব প্রতিবেদন : কয়েকদিন আগেই জানা গিয়েছিল খ্যাতনামা গায়ক অরিজিৎ সিং এর মা করোনা আক্রান্ত। যদিও তিনি শেষমেশ করোনা মুক্ত হয়ে উঠেছিলেন। কিন্তু তারপরেও মাতৃহারা হতে হলো অরিজিৎ সিংকে। বুধবার রাতে ঢাকুরিয়ার আমরি হাসপাতালে প্রয়াত গায়কের মা অদিতি সিং। বৃহস্পতিবার সকালে পরিবারের সদস্যদের হাতে তুলে দেওয়া হয় দেহ।
অরিজিৎ সিং এর মা অদিতি সিং মে মাসের প্রথম সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। হাসপাতাল সূত্রে জানা যায় বেশ কয়েকদিন তাকে একমো সাপোর্টে রাখা হয়েছিল। সেই সময় থেকেই চরম দুশ্চিন্তায় থাকতে দেখা যায় অরিজিৎ সিং এবং তার পরিবারের সদস্যদের। তবে শেষমেষ ১৭ মে অদিতি দেবী করোনামুক্ত হম। কিন্তু করোনামুক্ত হলেও তার আবার সেরিব্রাল স্ট্রোক হয়। আর সেই স্ট্রোক তিনি সামলাতে পারলেন না।
মে মাসের প্রথম সপ্তাহের খবর পাওয়া গিয়েছিল অদিতি সিং নিজের জিয়াগঞ্জের বাড়িতে অসুস্থ হয়ে পড়েছিলেন। সে সময় তিনি কোভিড আক্রান্ত হওয়ায় প্রথমে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নিয়ে আসা হয় ঢাকুরিয়ার আমরি হাসপাতালে। আর সে সময় তার শরীরে রক্তের প্লেটলেট কমে যায়। রক্ত জোগাড় করতে সোশ্যাল মিডিয়ায় আবেদন করতে হয় অরিজিৎ সিংকে। কারণ তার মায়ের রক্ত ছিল বিরল A নেগেটিভ।
[aaroporuntag]
অরিজিৎ সিং এর মায়ের রক্তের জন্য সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায় এবং সৃজিত মুখোপাধ্যায়। তাদের এই আবেদন অসংখ্য মানুষ সাড়া দিয়েছিলেন। রক্ত জোগাড় হওয়ার পর সোশ্যাল মিডিয়ায় তা জানিয়েও ছিলেন অরিজিৎ সিং এবং সকলকে ধন্যবাদ জানিয়েছিলেন। তবে বর্তমান কঠিন পরিস্থিতিতে পাশে দাঁড়িয়েছেন অনুরাগী এবং সতীর্থরা।