নিজস্ব প্রতিবেদন : মুম্বই থেকে কলকাতা অনুষ্ঠান করতে এসে আকস্মিকভাবে মৃত্যু হল বিখ্যাত সঙ্গীত শিল্পী কেকে-র। তার মৃত্যু নিয়ে এখন তৈরি হয়েছে নানান প্রশ্ন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে তার। বিখ্যাত এই তারকা’র মৃত্যুর পর শোকোস্তব্ধ হয়ে পড়ে সংগীত জগত এবং তার অনুরাগীরা। তার মৃত্যুর আগে ঠিক কি কি ঘটেছিল তা নিয়ে এবার মুখ খুললেন তার ছায়াসঙ্গী।
এই সঙ্গীত শিল্পীর মৃত্যুকে কেন্দ্র করে নানান প্রশ্ন ওঠার পাশাপাশি তার মুখের চোট দেখে বিষয়টি খতিয়ে দেখছে কলকাতার নিউমার্কেট থানার পুলিশ। এই ঘটনায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করা হয়েছে।
প্রয়াত সংগীতশিল্পীর ছায়াসঙ্গী ম্যানেজার ঋতেশ ভাট জানিয়েছেন, কার্যত মাঝপথেই অনুষ্ঠান থামিয়ে দিয়েছিলেন কে কে। গাড়িতে প্রচন্ড শীত করছিল। হাতে পায়ে টান ধরছিল। ঠান্ডা লাগছিল তার। গাড়ির এসি বন্ধ করে দেওয়া হয়। তারপর তাকে ধরেই হোটেলে নিয়ে যাওয়া হয়।
এরপর তার ছায়াসঙ্গী রিতেশ জানান, হোটেলের রুমের দরজা খুলে কে কে প্রথম সোফায় বসতে যান। কিন্তু তখন তিনি মুখ থুবরে পড়ে যান। তারপর তিনি দৌড়ে যান। কিন্তু একা ওঠাতে না পেরে হোটেলের কর্মীদের ডাকেন। তারপর সবাই মিলে ধরে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং সেখানে চিকিৎসকেরা জানান তিনি আর নেই।
অন্যদিকে বিখ্যাত এই সঙ্গীতশিল্পীর মৃত্যুর পর সোশ্যাল মিডিয়ায় বেশ কিছু ভিডিও আপলোড হয়। সেই সকল ভিডিও আপলোড হওয়ায় তাতে দেখা যায়, অনুষ্ঠান চলাকালীন প্রচন্ড ঘাম ছিলেন কে কে। এর পাশাপাশি অনুষ্ঠান শেষে তাকে অস্বস্তি বোধ করতে দেখা যায়। তবে এইভাবে হঠাৎ সকলকে ছেড়ে চলে যাবেন এই গায়ক তা কেউ টের পাননি।