নিজস্ব প্রতিবেদন : একবার ব্যবহার করে যে সকল প্লাস্টিক ফেলে দেওয়া হয় সেই ধরনের প্লাস্টিক অর্থাৎ ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে দেশে। গত ১ জুলাই থেকে এই নিয়ম কার্যকর হয়েছে। এই নিয়ম কার্যকর হওয়ার পরিপ্রেক্ষিতে ১৯টি প্লাস্টিক দ্রব্য নিষিদ্ধ হয়েছে।
পরিবেশ দূষণের কথা মাথায় রেখে সরকারের এই প্লাস্টিক ব্যবহার নিষিদ্ধিকরণে খুশি হলেও দৈনন্দিন জীবনে অনেক অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। কারণ অভ্যাস বদলাতে সময় লাগবে। তবে এই অভ্যাস বদলানোর ক্ষেত্রে যে সকল জিনিসগুলি সাহায্য করবে তা জানা প্রয়োজন।
প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় সবচেয়ে সহজ পন্থা হিসাবে ব্যবহার করা যেতে পারে কাপড়ের ব্যাগ। এই কাপড়ের ব্যাগকে সঙ্গী করে নিতে হবে। তাহলে প্লাস্টিকের ব্যবহার নিষিদ্ধ হওয়ায় যে সকল অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে তা আর হতে হবে না।
জাতীয় পতাকা ব্যবহার করার ক্ষেত্রে যে ধরনের প্লাস্টিক আগে ব্যবহার হতো তা আর হবে না। সেই জায়গায় এবার কাগজের জাতীয় পতাকা ব্যবহার করা যেতে পারে। এছাড়াও বেলুনে যে প্লাস্টিকের স্টিক ব্যবহার করা হতো, তার পরিবর্তে পাটকাঠি বা কঞ্চি ব্যবহার করা যেতে পারে।
প্লাস্টিক নিষিদ্ধ হওয়ার ফলে এবার বাজারে কাঠের ইয়ার বাডস ব্যবহার করতে হবে। প্লাস্টিক অথবা থার্মকলের থালা বাটি ব্যবহার নিষিদ্ধ হলেও বহুদিন ধরেই কাগজের থালা বাটি ব্যবহার অথবা শাল পাতার থালা বাটি ব্যবহারের প্রচলন রয়েছে। বিয়ে বাড়ি হোক অথবা দোকানে এবার এই ধরনের থালা বাটি ব্যবহার করতে হবে।
এছাড়াও প্লাস্টিকের চামচ ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। সেক্ষেত্রে বহু আগে থেকেই প্রচলিত পাতলা কাঠির চামচ ব্যবহার শুরু করতে হবে। প্লাস্টিকের স্ট্র নিষিদ্ধ হওয়ার পরিপ্রেক্ষিতে এবার ব্যবহার করতে হবে কাগজের স্ট্র। এছাড়াও স্টিলের স্ট্র ব্যবহার করা যেতে পারে।