Sivok Rangpo Rail Project: সরাসরি সিকিম ভ্রমণের স্বপ্ন পূরণ, সেবক-রংপো রেলপথে পাহাড়ে রেলগাড়ির নয়া দিগন্ত

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Sivok Rangpo Rail Project: বাঙালির পাহাড়প্রেমের অন্যতম গন্তব্য সিকিম। সেখানকার মেঘমাখা পাহাড় আর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের টানে প্রতি বছর হাজারো পর্যটক পাড়ি দেন সিকিমে। তবে এতদিন সিকিমে পৌঁছানোর জন্য যাত্রাপথ ছিল বেশ ক্লান্তিকর। শিলিগুড়ি পর্যন্ত ট্রেনে গিয়ে, তারপর গাড়ি নিয়ে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিতে হতো। এবার সেই ক্লান্তিকর যাত্রা অতীত হতে চলেছে। সেবক-রংপো রেলপথ (Sivok Rangpo Rail Project) সিকিমের সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে এক নতুন যুগের সূচনা করতে চলেছে।

Advertisements

ভারতীয় রেলের অন্যতম উচ্চাকাঙ্ক্ষী এই প্রকল্পে থাকছে ১৪টি টানেল ও ৯টি ব্রিজ। পাহাড়ের ভিতর দিয়ে নির্মিত এই রেলপথ (Sivok Rangpo Rail Project) প্রকৌশল দক্ষতার এক অসাধারণ নিদর্শন। রেলমন্ত্রক জানিয়েছে, ২০২৫ সালের মধ্যেই এই প্রকল্পের কাজ শেষ করা হবে। সব কিছু ঠিকঠাক থাকলে ২০২৬ সালের শুরু থেকেই সেবক-রংপো রুটে ট্রেন চলাচল শুরু হবে। রেলপথটি চালু হলে উত্তরবঙ্গ এবং সিকিমের মধ্যে পর্যটন এবং বাণিজ্যিক সম্ভাবনা বহুগুণে বাড়বে। এটি শুধু ভ্রমণের সময়ই কমাবে না, বরং যাত্রাকে আরও আরামদায়ক করে তুলবে।

Advertisements

আরো পড়ুন: দেশের এই স্টেশনে যাওয়া যাবে মাত্র বছরে দু’বার, এমনকি লাগবে ভিসা

সম্প্রতি সংসদে এই প্রকল্প নিয়ে প্রশ্ন তোলেন সিকিমের সাংসদ ইন্দ্র হ্যাং সুব্বা। উত্তরে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেল সম্প্রসারণের জন্য সমীক্ষা এবং বিস্তারিত প্রকল্প রিপোর্ট ইতিমধ্যেই তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ভবিষ্যতে গ্যাংটক পর্যন্ত রেললাইন সম্প্রসারিত হলে এটি সিকিমের যোগাযোগ ব্যবস্থায় বড় পরিবর্তন আনবে। স্থানীয় মানুষ এবং পর্যটকদের জন্য এটি এক যুগান্তকারী উদ্যোগ হয়ে দাঁড়াবে।

Advertisements

আরো পড়ুন: বড় ঘোষণা করলেন রেলমন্ত্রী, যাত্রী সুবিধার্থে আনা হলো ১২ হাজার নতুন জেনারেল কোচ

রংপো স্টেশন হবে সিকিমের প্রথম রেলস্টেশন। এটি ভবিষ্যতে গ্যাংটক পর্যন্ত সম্প্রসারিত হলে, শুধু পর্যটনের জন্যই নয়, স্থানীয় বাণিজ্যের জন্যও তা বড় ভূমিকা নেবে। পাহাড়ি অঞ্চলে যোগাযোগ ব্যবস্থা উন্নত হলে এলাকার অর্থনৈতিক উন্নয়নও তরান্বিত হবে। পাশাপাশি, গাড়ির খরচ এবং সময় বাঁচিয়ে এটি স্থানীয় মানুষদের জন্য সুবিধাজনক হবে। এমনকি, দুর্গম পাহাড়ি এলাকার জরুরি চিকিৎসা পরিষেবাও এই রেলপথের মাধ্যমে সহজ হবে।

ট্রেনের জানালা দিয়ে উপভোগ করা যাবে সিকিমের মেঘে ঢাকা পাহাড়, অরণ্যের সৌন্দর্য এবং ঝর্ণার সুর। ঝকঝকে টানেলের ভেতর দিয়ে ট্রেন যাত্রা হবে এক অন্যরকম অভিজ্ঞতা। সেবক-রংপো রেলপথ (Sivok Rangpo Rail Project) শুধু একটি যোগাযোগ ব্যবস্থাই নয়, এটি সিকিমের সঙ্গে বাঙালির হৃদয়ের সংযোগ আরও দৃঢ় করবে। পাহাড়ি সৌন্দর্যের মধ্যে দিয়ে এক ঘুমে সিকিম পৌঁছানোর স্বপ্নকে বাস্তবে রূপ দিতে তৈরি থাকুন।

Advertisements