নিজস্ব প্রতিবেদন : মোটরবাইক হোক অথবা স্কুটার, কতজন চাপতে পারেন। নিয়ম অনুসারে সর্বোচ্চ দুজন। তবে ভারতের মতো দেশে এই নিয়ম খুব একটা কার্যকর হয় না। অধিকাংশ সময়ই তিনজনকে মোটর বাইক অথবা স্কুটি চেপে যেতে লক্ষ্য করা যায়। তাই বলে একটি স্কুটারে ৬ জন! অবাক করা এমনই একটি ভিডিও সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
অবাক করা ভাইরাল হওয়া এই ভিডিওটি কোন গ্রাম অথবা মফস্বল এলাকার নয়। কেমন ভিডিওটি বাণিজ্য নগরী মুম্বাইয়ের। ভিডিওটি ভাইরাল হওয়ার পর এই ঘটনা মুম্বাইয়ের জানার পর আরও অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। কারণ জনবহুল এই বাণিজ্য নগরীতে যানবাহনের সংখ্যা বিপুল এবং আইনও বেশ কড়া।
রমন্দ্বীপ হোড়া নামে এক ব্যক্তি এই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় আপলোড করার পাশাপাশি তিনি সেই ভিডিওতে মুম্বাই পুলিশ এবং মুম্বাই পুলিশ কমিশনারকে ট্যাগ করেছেন। আরও উল্লেখযোগ্য বিষয় হলো এই স্কুটারে যারা ছিলেন তাদের কারোর মাথায় হেলমেট ছিল না।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে, একটি স্কুটারের মধ্যে ঠাসাঠাসি ভাবে ৬ জন সাওয়ারি করছেন। যাদের মধ্যে কারণ মাথায় হেলমেট না থাকার পাশাপাশি একজনকে আবার দাঁড়িয়ে থাকতে লক্ষ্য করা যায়। মুম্বাইয়ের মতো ব্যস্ত রাস্তায় এইভাবে বিপজ্জনকভাবে তাদের যেতে দেখা যায়।
Heights of Fukra Panti 6 people on one scooter @CPMumbaiPolice @MTPHereToHelp pic.twitter.com/ovy6NlXw7l
— Ramandeep Singh Hora (@HoraRamandeep) May 22, 2022
পরিসংখ্যান বলছে ভারতের মতো দেশে প্রতিবছর ৫ লক্ষের বেশি পথ দুর্ঘটনা হয়ে থাকে। এইসকল পথদুর্ঘটনায় কয়েক লক্ষ মানুষ আহত হন এবং কয়েক হাজার মানুষ প্রাণ হারান। এই সকল পথ দুর্ঘটনার কারণ হিসাবে রাস্তা খারাপ, ট্রাফিক আইন মেনে না চলা, বেলাগাম ভাবে গাড়ি চালানো এবং এই ভিডিওর মতো লাগামছাড়া পথ চলাচলকেই বহুলাংশে দায়ী করা হয়ে থাকে।