Tourist Places: স্বপরিবারে ঘুরতে গেলে ভারতের এই ৬ ভুলে যান! নইলে লজ্জায় মাথা হেঁট হয়ে যাবে

Prosun Kanti Das

Published on:

Advertisements

Six places in India where families should be ashamed: একঘেয়েমি ব্যস্ত জীবন থেকে মুক্তি পেতে মানুষ ছুটির দিনে বেরিয়ে পড়ে সপরিবারে কিংবা বন্ধু-বান্ধবদের সাথে ঘুরতে। আবার অনেকে একসাথে সময় কাটানো বলতে বাড়িতে পরিবারের সাথে সময় কাটানোকে বোঝে। কিন্তু বিভিন্ন মানুষের চাহিদাও বিভিন্ন, বহু মানুষ এমন আছেন যারা সময় পেলে ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন এদিক-ওদিক। কিন্তু ভারতে এমন ছটি জায়গা আছে যেখানে পরিবারকে নিয়ে গেলে কিংবা ছোটদের সাথে গেলে অস্বস্তিতে করতে হবে। এই জায়গাগুলোতে (Tourist Places) যদি ঘুরতে যেতে চান তাহলে বন্ধুদের সাথে যাওয়াই শ্রেয়।

Advertisements

গোয়া হল ভারতের এমন একটি পর্যটন কেন্দ্র যেখানে মানুষ বন্ধু-বান্ধব কিংবা পরিবারের সাথে ঘুরতে যেতে পছন্দ করেন। গোয়ার ওজরান বিচ হলো এমন একটি জায়গা যেখানে বিদেশীরা সুইম সুট পরে অর্ধনগ্ন অবস্থায় ঘুরে বেড়ায়। এছাড়া গোয়ার বিচ শুধুমাত্র প্রাপ্তবয়স্ক তরুণ তরুণীদের জন্য। ভারতীয় পরিবার নিয়ে এখানে গেলে রীতিমত অসস্তিতে পড়তে হতে পারে। তবে বন্ধু-বান্ধবদের সাথে এখানে (Tourist Places) যাওয়া যায়। ভারতের আরো একটি জায়গা যেমন হিমাচল প্রদেশের কসৌল জায়গাটি হল একটি অফবিট জায়গা। এখানে বয়স্করা তেমন আসেন না তাই এটি তরুণদের প্রিয় স্থান। যারা জনপ্রিয় হিলস্টেশন সিমলা মানালির ভিড় এড়াতে চান তারাই এই জায়গাটিতে বন্ধু-বান্ধবদের নিয়ে ঘুরতে আসেন। এই স্থানটিতে নেশার জন্য লুকিয়ে গাঁজা বিক্রি হয়, তাই পরিবারকে নিয়ে যাওয়া এখানে সুরক্ষিত নয়। এছাড়া গেলেও নেশাগ্রস্তদের কাছ থেকে দূর থাকুন।

Advertisements

পুদুচেরি বা পন্ডিচেরি হল দক্ষিণ ভারতের একটি কেন্দ্রশাসিত অঞ্চল এবং জনপ্রিয় পর্যটন কেন্দ্র (Tourist Places)। অতীতে এটি ফরাসি উপনিবেশ থাকলেও এর প্রভাব এখনো দেখতে পাবেন। বহু দেশের পর্যটকের ভিড় এখানে দেখতে পাওয়া যায় এবং যার মধ্যে তরুণ প্রজন্মের সংখ্যাই বেশি। এখানকার অরোভিলে আপনি বিভিন্ন দেশ-বিদেশের তরুণ প্রজন্মকে দেখতে পাবেন। পরিবারকে নিয়ে গেলে আপনি ঠিকভাবে এখানে ঘুরতে পারবেন না, তাই বন্ধুদের সাথে যাওয়াই ভালো। অন্যদিকে, কেরলের বরকালা সমুদ্র সৈকতে কখনোই আপনার পরিবারকে ঘুরতে নিয়ে যাওয়া ঠিক হবে না। বরকালা সৈকতে আপনি হিপিদের ভিড় দেখতে পাবেন। এছাড়াও, কুখ্যাত মাদক ইদুক্কি গোল্ড এখানে সুলভ। পরিবারে থেকে বন্ধুদের সাথে যাওয়ায় এইসব জায়গায় শ্রেয়।

Advertisements

কর্ণাটকের গোকর্ণের মন্দিরগুলি ভারতীয়দের কাছে অত্যন্ত পবিত্র (Tourist Places)। তবে এই স্থানে এমন কিছু জায়গা আছে যেখানে সপরিবারে বেড়ানো যেতে পারে না। যেমন গোকর্ণের প্যারাডাইস সমুদ্র সৈকতে কখনো ভুলেও সপরিবার বেড়াতে যাবেন না শুধুমাত্র বন্ধু-বান্ধবদের সাথে নিয়ে এটি উপভোগ করতে পারবেন। এই সৈকতেও অর্ধনগ্ন বিদেশিরা ঘুরে বেড়ান এবং অনেকেই অর্ধনগ্ন হয়ে সূর্যস্নান উপভোগ করেন। বহু বিদেশী পোশাকহীন অবস্থায় বিচে বসে সমুদ্রকে উপভোগ করে।

হিমাচলের ম্যাক্লিওডগঞ্জ পর্যটনকেন্দ্র ভারতীয়দের কাছে অত্যন্ত জনপ্রিয়। ম্যাক্লিওডগঞ্জ পর্যটকদের কাছে অত্যন্ত আকর্ষণীয় একটি হিলস্টেশন। অনুরূপভাবে ধরমকোটও প্রাকৃতিক সৌন্দর্যের দিক থেকে কম যায় না। ম্যাক্লিওডগঞ্জ থেকে ধর্মকোটের দূরত্ব কয়েক কিলোমিটার। ট্রেকিং ট্রেইলের জন্য পরিচিত এই জায়গাটি পরিবারের সাথে সময় কাটানোর জন্য উপযুক্ত নয়। জায়গাটি অত্যন্ত নিরিবিলি, তাই বন্ধু-বান্ধবদের সাথে আপনি জায়গাটি উপভোগ করতে পারবেন।

Advertisements