Hilsa: অবশেষে ভারতীয় বাজারে এলো বাংলাদেশের ইলিশ, আকার আকৃতিতে হতাশ করলো গ্রাহকদের

Prosun Kanti Das

Published on:

Advertisements

Hilsa: অবশেষে ভারতীয় বাজারে এলো বাংলাদেশের ইলিশ, আকার আকৃতিতে হতাশ করলো গ্রাহকদের। এবছর বাংলাদেশের ইলিশ আর খাওয়া হবে না। এই নিয়ে চলছিল দীর্ঘ আলোচনা। অবশেষে সমস্ত অপেক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় বাজারে এসে পৌঁছেছে বাংলাদেশি ইলিশ (Hilsa)। ২৬শে সেপ্টেম্বর প্রায় ৫০ মেট্রিক টন ইলিশ এসেছে বাংলাদেশ থেকে। আরো ৩০-৪০ মেট্রিক টন ইলিশ আসতে চলেছে পশ্চিমবঙ্গে। কিন্তু তারপরও নিশ্চিন্ত হতে পারছেন না আমদানিকারীরা। কারন, এই বছর যে ইলিশগুলি বাংলাদেশ থেকে আমদানি করা হয়েছে তার সাইজ যেমন ছোট, দাম তেমনই বেশি। এই মাছগুলি গ্রাহকদের মন জয় করতে পারবে কিনা তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন আমদানিকারকরা।

Advertisements

এবছর বাংলাদেশে অভ্যন্তরীণ সমস্যার কারণে বেশ উত্তাল ছিল পরিস্থিতি। সেখানকার প্রধানমন্ত্রী হাসিনাকে দেশ ছেড়ে পালিয়ে আসতে হয়। হাসিনা সরকার পতন হবার পর বাংলাদেশ থেকে স্পষ্ট জানানো হয়েছিল এই বছর আর পূজোর আগে কোন মাছ ভারতে রপ্তানি করা হবে না। কারণ বাংলাদেশ সরকার রপ্তানি করার চেয়ে নিজের দেশের মানুষের চাহিদা মেটাতে বেশি উৎসাহী। এরপর পশ্চিমবঙ্গ আমদানিকারক সমিতির পক্ষ থেকে বাংলাদেশের এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধে আবেদন জানানো হয়। শেষপর্যন্ত সেই আবেদন স্বীকার করে বাংলাদেশ অভ্যন্তরীণ সরকার।

Advertisements

বাংলাদেশের বিদেশ মন্ত্রক ২১ শে সেপ্টেম্বর একটি বিবৃতির মাধ্যমে জানিয়েছেন, প্রায় ৪৯ টি সংস্থাকে ২৪২০ মেট্রিক টন ইলিশ (Hilsa) মাছের রপ্তানির অনুমতি দিয়েছে বাংলাদেশের অভ্যন্তরী সরকার। পেট্রাপোল সীমান্তের মাধ্যমে এই মাছ রপ্তানি করা হবে। আপাতত এর প্রথম চালান প্রায় ৫০ মেট্রিক টন ইলিশ মাছ পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গে। বাকি মাছগুলো কিছুদিনের মধ্যেই ওপার থেকে চলে আসবে এপারে। এই সপ্তাহের মধ্যেই আসবে আরো ৩০ থেকে ৪০ মেট্রিক টন ইলিশ মাছ।

Advertisements

আরো পড়ুন: বাজার থেকে কেনা ইলিশ কতদিন আগে ধরা, একটি জিনিস টিপলেই বুঝে যাবেন

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে নেওয়া ইলিশ মাছ রপ্তানির উপর এই নিষেধাজ্ঞা জারি করার সিদ্ধান্ত একেবারেই নতুন নয়। হাসিনা সরকার থাকাকালীন ২০১২ সালে তিনি নিষেধাজ্ঞা জারি করেছিলেন মাছ রপ্তানির উপরে। ২০১২ সাল থেকে ১৮ সাল পর্যন্ত মাছের রপ্তানি প্রায় বন্ধই ছিল। কিন্তু ২০১৯ সাল থেকে প্রতি বছর পূজোর আগে কয়েক হাজার মেট্রিক টন ইলিশ মাছ ভারতে রপ্তানি করা শুরু হয়েছে। এটা পুজোর উপহার হিসেবে ধরে নেওয়া হয়েছিল। গত বছর বাংলাদেশ থেকে ৩৯৫০ মেট্রিক টন ইলিশ (Hilsa) মাছ রপ্তানি করা হয়েছিল ভারতে।

২৬ সেপ্টেম্বর বাংলাদেশি ইলিশের (Hilsa) প্রথম চালান এসে পৌঁছেছে পশ্চিমবঙ্গে। ২৭ শে সেপ্টেম্বরের মধ্যেই তা বন্টন করা হয়েছে হাওড়া, শিয়ালদা, পাতিপুকুর, শিলিগুড়ি ইত্যাদি বড় পাইকারি বাজারগুলিতে। ইতিমধ্যে তা খুচরো বাজারেও পাঠানো সম্ভব হয়েছে। গ্রাহকরা এই মাছ কিনতে শুরু করে দিয়েছেন। বাজার কর্তৃপক্ষের তরফ থেকে জানানো হয়েছে সাধারণত বাংলাদেশী ইলিশের ওজন থাকে ১ কিলো থেকে ১.৫ কিলোর মধ্যে। কিন্তু এই বছর যে মাছগুলি বাংলাদেশ থেকে এসেছে তার ওজন ৭০০ গ্রাম থেকে ১ কিলোর মধ্যে। এই ছোট সাইজের মাছের দাম পাইকারি বাজারেই পড়ে যাবে ১ হাজার থেকে ১৫০০০ টাকার কাছাকাছি।

Advertisements