নয়া হোলি, আবিরের বদলে উড়ছে চটি, না দেখলে মিস

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : কোথাও হোলি, কোথাও আবার দোল, কোথাও আবার বসন্ত বন্দনা। জায়গার ভিত্তিতে এই নামের ফারাক থাকলেও উদ্দেশ্য কিন্তু একটাই, একে অপরকে রাঙ্গিয়ে দেওয়া। এই রাঙিয়ে দেওয়ার উৎসব চলছে দেশজুড়ে। তবে এরই মাঝে এমন একটি ব্যতিক্রম ভিডিও সোশ্যাল মিডিয়ায় নজরে এসেছে যা না দেখলেই মিস।

Advertisements

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিওটি বিহারের ওয়াটার পার্কের। সেখানে হোলি খেলায় মেতেছেন অনেকেই, তবে মজার বিষয় হলো এখানে আবির অথবা রংয়ের পরিবর্তে উড়তে দেখা গিয়েছে কেবলই চপ্পল। এই প্রান্ত থেকে একবার ওই প্রান্ত থেকে আরেকবার এইভাবে চটি উড়ে আসা এর আগে বোধহয় দেখেন নি কেউ।

Advertisements

হোলি অথবা দোল বা বসন্ত উৎসবে আকাশে বাতাসে আবির, রং, রং ভরা বেলুন, ওয়াটার গান এসব তো সবাই দেখেছেন বা দেখে আসছেন। কিন্তু রঙের এই খেলায় ফ্লাইং চপ্পল ওয়ালা হোলি আগে কখনো দেখা যায়নি। স্বাভাবিকভাবেই এই ভিডিওতে মজেছেন সোশ্যাল মিডিয়ার দর্শকরা। এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড হওয়ার পরেই মুহুর্তের মধ্যে ভাইরাল হয়ে গিয়েছে।

Advertisements

এই ভিডিওটি বিহারের পাটনার একটি ওয়াটার পার্কে। সেখানে ১৭ মার্চ পালন করা হয় ছোটি হোলি। সেখানেই দেখা গিয়েছে এমন আজব কান্ড। সেখানে একটি বিশাল পুলের মধ্যে রঙিন জল রাখা হয় এবং সেখানে নামতে দেখা যায় এই ওয়াটার পার্কে আসা মানুষদের। ওই ওয়াটার পার্কের পুলের জলে নেমে প্রত্যেককেই হোলিতে মাততে দেখা যায়।

এই পুলে নেমে যারা হোলিতে মেতেছিলেন তাদের দেখে স্পষ্ট, প্রথমদিকে তারা একে অপরকে রং দিয়ে রাঙান। রং মেখে ভূত হয়ে যাওয়ার পর তারা এই চটি ছুঁড়তে মত্ত হন। তবে হোলির দিন এমন নানান বিষয় নজরে আসে বিভিন্ন জায়গায়। যেমন রং খেলা শেষে বন্ধুদের মধ্যে জামা নিয়ে টানাটানির মত ঘটনা লক্ষ্য করা যায়। সেই রকমই এই ঘটনা।

Advertisements