ছোট ব্যবসায়ীদের জন্য সুখবর, বেশি লাভের জন্য নতুন দরজা খুলে দিল পোস্ট অফিস

নিজস্ব প্রতিবেদন : ভারতীয় ডাক বিভাগ (Post Office) তাদের গ্রাহকদের জন্য বিভিন্ন প্রকল্পে বিভিন্ন সুবিধা প্রদানের মধ্য দিয়ে জনপ্রিয়তা লাভ করেছে। দেশের বিপুলসংখ্যক মানুষ পোস্ট অফিসের উপর নির্ভরশীল তাদের সঞ্চয়ের ক্ষেত্রে। তবে এবার এই পোস্ট অফিস সঞ্চয়ের ক্ষেত্রে গ্রাহকদের বিভিন্ন সুবিধা দেওয়ার পাশাপাশি সুযোগ করে দিচ্ছে ব্যবসা (Business with post office) করার।

পোস্ট অফিসের তরফ থেকে ক্ষুদ্র ব্যবসায়ীদের কথা মাথায় রেখে এবং তাদের উৎসাহ প্রদানের জন্য এমন পরিকল্পনা গ্রহণ করেছে। পোস্ট অফিসের মাধ্যমে এই ব্যবসা মূলত রপ্তানি করার ক্ষেত্রে। রপ্তানি করার ক্ষেত্রে ছোট ব্যবসায়ীদের উৎসাহিত করে দেশ জুড়ে রপ্তানি বৃদ্ধিতে সহায়ক হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

ডাক বিভাগের সচিব বিনীত পান্ডে সোমবার জানিয়েছেন, পোস্ট অফিসের রপ্তানি কেন্দ্রগুলি দেশের রপ্তানি আরও বাড়াতে ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎসাহিত করবে। কম খরচে ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছে জিনিসপত্র প্রেরণের জন্য পোস্ট অফিস খুব সহযোগী হয়ে উঠবে। এর ফলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীরা তাদের ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি লাভের মুখ দেখতে পারবেন।

পোস্ট অফিসের এই সুবিধার মধ্য দিয়ে ছোট অথবা মাঝারি ব্যবসায়ীরা তাদের ব্যবসা বৃদ্ধি করার সুযোগ পাবেন। এই ব্যবস্থার ফলে বর্তমানে বাড়িতে বসেই হোম ডেলিভারি পাওয়ার ক্ষেত্রে ব্যবসায়ীদের সহযোগী হয়ে উঠবে। মোটের উপর ব্যবসায়ীরা নিজেদের জিনিসপত্র এক জায়গা থেকে অন্য জায়গায় পাঠিয়ে অল্প খরচে ব্যবসা করার সুযোগ পাবেন।

এর পাশাপাশি তিনি আরও জানান, পোস্ট অফিস তাদের নেটওয়ার্ক, ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান প্রোডাক্ট চালু করার জন্য একটি বিস্তৃত পরিকল্পনা প্রণয়ন করেছে। এই পরিকল্পনা ছোট ব্যবসায়ী, বিশেষ করে উত্তর-পূর্বের রাজ্যগুলির জন্য উপকারী হবে।