Small Savings Interest Rate: সুকন্যা যোজনা থেকে PPF, মধ্যবিত্তদের খুশি করতে দিন কয়েকের মধ্যেই হতে পারে বড় ঘোষণা

Prosun Kanti Das

Published on:

Advertisements

Small Savings Interest Rate may increase soon: লোকসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর ভারতের শাসনভার আরও একবার চলে এসেছে এনডিএ জোটের হাতে। তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী পদে শপথ গ্রহণ করেছেন বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভোটের আগে যে সমস্ত প্রতিশ্রুতি বর্তমান সরকার দিয়েছিল, সেগুলি রক্ষা করা হবে বলেই আশা রাখছে ভারতবাসী। তার মধ্যে অন্যতম হলো ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার (Small Savings Interest Rate) বৃদ্ধি। যদিও এর আগেও বহুবার আশায় বুক বেঁধে ছিল সাধারণ মানুষ। কিন্তু সুদের হার বৃদ্ধি করা হয়নি। ফলে হতাশ হতে হয়েছিল সকলকে।

Advertisements

প্রভিডেন্ট ফান্ড, সুকন্যা যোজনা ইত্যাদি ক্ষেত্রগুলিতে সুদের হার বাড়ানো হতে পারে বলে মনে করা হচ্ছে। এপ্রিল থেকে জুন মাসে সুদের হার অপরিবর্তিত রাখা হয়েছে। কিন্তু জুলাই থেকে সেপ্টেম্বর পর্যন্ত ত্রৈমাসিকেও সুদের হার পরিবর্তিত রাখা হয়েছে। এবার অক্টোবর থেকে ডিসেম্বর মাসে কী সুদের হার বৃদ্ধি করা হবে? এই প্রশ্ন এখন সকলের মনে। ৩০ শে জুনের আগেই ত্রৈমাসিকে সুদের হার ঘোষণা হয়। কিন্তু ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে সুদের হার (Small Savings Interest Rate) বাড়ানো হয়নি। তবে এবার লোকসভা ভোটে জয়লাভ করার পর এবার ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পের সুদের হার বাড়ানো হতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞরা।

Advertisements

সুদের হার বৃদ্ধি পেলে সরকারের রাজস্বে কিছুটা হলেও ঘাটতি হবে। বাড়বে বাৎসরিক ব্যয়ের পরিমাণ। তাই জন্যেই একটু দোনামনায় রয়েছে সরকার। কিন্তু এটাও মাথায় রাখতে হবে সুদের পরিমাণ বাড়লে শুধুমাত্র সরকারের রাজস্ব কমবে না, বাড়বে সাধারণ মানুষের সঞ্চয়ের পরিমাণ। উপকৃতভাবে কয়েক লক্ষ নাগরিক। গ্রাহককে ব্যাঙ্কে আমানত জমা করার ক্ষেত্রে উৎসাহ প্রদান করতে পারে এই সুদের হার বৃদ্ধি। গ্রাহকরা যদি ব্যাঙ্কে টাকা রাখা থেকে বিরত থাকে তাহলে কিন্তু সরকারের আরও অনেক বড় ক্ষতি হতে পারে। সেক্ষেত্রে গ্রাহককে সঞ্চয়ের প্রতি আকর্ষিত করতে সুদের হার বৃদ্ধি করা একটি বড় পদক্ষেপ হতে পারে। তাই বিশেষজ্ঞদের মতে সরকারের উচিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির সুদের হার (Small Savings Interest Rate) বাড়ানো।

Advertisements

আরও পড়ুন : SSY Statement Check: টাকা ঠিকঠাক জমা হলো তো? কিভাবে অনলাইনে দেখবেন সুকন্যা সমৃদ্ধি যোজনার স্টেটমেন্ট

বর্তমানে ক্ষুদ্র সঞ্চয়ের বিভিন্ন প্রকল্পগুলিতে সুদের হার (Small Savings Interest Rate) কত রয়েছে তা জেনে নেওয়া যাক। ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল সুকন্যা সমৃদ্ধি যোজনা। এই প্রকল্পে এখনো পর্যন্ত সুদের হার ধার্য করা হয়েছে ৮.২%। পাবলিক প্রভিডেন্ট ফান্ড প্রকল্পটির জন্য সুদ দেওয়া হয় ৭.১ শতাংশ। ন্যাশনাল সেভিংস সার্টিফিকেটের ক্ষেত্রে সুদ ধার্য করা রয়েছে ৭.৭ শতাংশ। মান্থলি ইনকাম স্কিমে সুদের হার রয়েছে ৭.৪ শতাংশ। ৩ বছরের ফিক্সড ডিপোজিটের ক্ষেত্রে ন্যূনতম সুদের হার রয়েছে ৭.১%। কিষাণ বিকাশ প্রকল্পে সুদের হার ধার্য করা রয়েছে ৭.৫%। পোস্ট অফিসের সেভিংস ডিপোজিটগুলিতে সুদের হার ধার্য করা রয়েছে ৪ শতাংশ।

মূলত মধ্যবিত্তদের কথা চিন্তা করেই চালু করা হয়েছিল ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলি। তাই এই প্রকল্পে সুদের হার (Small Savings Interest Rate) বৃদ্ধি পেলে উপকৃত হবে মধ্যবিত্ত সমাজ। মধ্যবিত্তদের একটা বড় অংশ এই প্রকল্পগুলিতে বিনিয়োগ করেছেন। বিশেষ করে সুকন্যা সমৃদ্ধি যোজনা মধ্যবিত্ত পরিবারগুলিতে সব থেকে জনপ্রিয়। কন্যা সন্তানদের বাবা-মায়ের জন্য এই প্রকল্প রীতিমত ভরসার আশ্বাস দিয়েছে। আরও একটি জনপ্রিয় প্রকল্প কিষাণ বিকাশ যোজনা। সমগ্র ভারত জুড়ে কৃষকদের ভরসা যুগিয়েছে এই প্রকল্প। পাবলিক প্রভিডেন্ট ফান্ডে বিনিয়োগ করে নিজেদের ভবিষ্যত জীবন সুরক্ষিত করার চেষ্টায় রয়েছেন বহু শ্রমিক। তাই এক কথায় বলা যায় স্বল্প সঞ্চয় প্রকল্পগুলি সুদের হার (Small Savings Interest Rate) বৃদ্ধি পেলে উপকৃত হবে ভারতীয় নাগরিকদের একটি বড় অংশ।

Advertisements