The smallest river in the world is the Roe in the United States province of Montana: বিশ্বের বিভিন্ন জায়গার বিখ্যাত নদীগুলির খোঁজ আমরা জানি। যেমন ভারতের গঙ্গা, ব্রহ্মপুত্র, যমুনা, মিশরের নীলনদ, আমেরিকার মিসিসিপি বা অ্যামাজন নদী ইত্যাদি সম্পর্কে আমাদের সামান্য হলেও ধারণা রয়েছে। এই নদীগুলি শুধুমাত্র বৈচিত্রের জন্য নয়, এদে দৈর্ঘ্য অনেক বেশি। নদীগুলি পারাপার করতে বেশ ঝক্কি পোহাতে হয়। এই সমস্ত নদীগুলিকে সম্পূর্ণ ঘুরে আসতে সময় লাগতে পারে কয়েক সপ্তাহ, মাস বা বছর। কিন্তু যদি একটা গোটা নদী আপনি কয় ঘন্টায় ঘুরে ফেলেন, তাহলে? হ্যাঁ অবাক লাগলেও এমন একটি নদী ( Shortest River in World) রয়েছে এই বিশ্বেই। যাকে পারাপার করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট।
আমরা কথা বলছি, বিশ্বের সবথেকে ছোট নদীটিকে (Shortest River in World) নিয়ে। নদীটির দৈর্ঘ্য এতটাই কম যে পারাপার করতে সময় লাগে মাত্র কয়েক মিনিট বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম নদীটির নাম “রো”। আমেরিকার মান্টানা রাজ্য দিয়ে প্রবাহিত হয়েছে “রো”। তবে সব থেকে মজার বিষয় কি জানেন? আমেরিকার মান্টানা রাজ্য থেকেই প্রবাহিত হয়েছে বিশ্বের সবথেকে বড় নদী মিশৌরি। আর তার খুব কাছ থেকেই প্রবাহিত হয়ে চলেছে বিশ্বের সবথেকে ছোট নদী রো।
এই ছোট্ট নদীটি (Shortest River in World) বিশ্বের কাছে তেমনভাবে পরিচিত না হলেও, নদীটিকে ঘিরে কিন্তু বেশ কিছু মজার ঘটনা রয়েছে। তবে ঘটনাগুলি হয়তো অনেকেরই অজানা। চলুন আজ এই প্রতিবেদনের মাধ্যমে এই ছোট্ট নদীটা সম্পর্কে কিছু মজার তথ্য জেনে নেওয়া যাক।
আরও পড়ুন ? Happiest Country in World: সাত সাতবার বিশ্বের সুখীতম দেশের তকমা পেল ফিনল্যান্ড! কত নম্বরে ভারত
১৯৮৯ থেকে ২০০০ সালের মধ্যে বিশ্বের সবথেকে ছোট নদী (Shortest River in World) হিসেবে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নাম নথিভুক্ত করা হয় এই ছোট্ট নদীটির। এর জন্য রীতিমতো আন্দোলন করা হয়েছিল। কিন্তু মজার বিষয়টা হলো গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড এর কাছে এই নদীটির খবরটি পৌছে দিতে কারা আন্দোলন করেছিলেন জানেন? রো নদীটিকে গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডে নথিভুক্ত করার জন্য আন্দোলন করেছিল পঞ্চম শ্রেণীতে পাঠরত কিছু পড়ুয়া। তৎকালীন লিংকন স্কুল এলিমেন্টারি শিক্ষক সুসান নাড়াডিঙ্গার নেতৃত্বে ১৯৮০ সালে এই আন্দোলন করে সেই পড়ুয়ারা।
এর আগে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে সবচেয়ে ছোট নদী (Shortest River in World) হিসাবে চিহ্নিত ছিল আমেরিকার অরিগন প্রদেশের ডি রিভারের নাম। যার দৈর্ঘ্য মাত্র ৪৪০ ফুট। কিন্তু রো নদীটির দৈর্ঘ্য তার চেয়েও অনেক কম, মাত্র ২০১ ফুট। তবে আন্দোলন চলাকালীন সময়ে ডি আর রো নদী দুটির মধ্যে কার দৈর্ঘ্য সবচেয়ে কম সেই নিয়ে বিতর্ক সৃষ্টি হয়। বিতর্ক এমন পর্যায়ে পৌঁছয় যে গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ সবচেয়ে ছোট নদীর খেতাবটি তুলে নেবার সিদ্ধান্ত নেয়। তবে শেষ পর্যন্ত সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে রো নদীটিকে বিশ্বের সবচেয়ে ক্ষুদ্রতম নদী হিসেবে স্বীকৃতি দেয় গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস।