Smart Card Driving Licence :
এবার বাইক সংক্রান্ত তথ্য আরও স্মার্ট হতে চলেছে। স্মার্টফোনের যুগে স্মার্ট হবে আপনার বাইকের সমস্ত নথিপত্র। ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে ব্লু বুক, সবকিছুই আপনার কাছে থাকবে স্মার্ট রূপে। একটি স্মার্ট কার্ডের মধ্যেই সম্বলিত থাকবে সমস্ত তথ্য। আর সেই স্মার্ট কার্ডে থাকবে বিশেষ ধরনের চিপ। থাকবে কিউআর কোড। সিদ্ধান্ত নেওয়া হয়েছে এমনই।
ইতিমধ্যেই রাজ্যের পরিবহন দপ্তর কাজ শুরু করে ফেলেছে। কলকাতা থেকে শুরু হয়েছে কাজ। আগামী কয়েক সপ্তাহের মধ্যে জেলাগুলি থেকেও পাওয়া যাবে এই সুবিধা। নতুন করে যারা এই সমস্ত নথিপত্রগুলি নেবেন, তাদের ক্ষেত্রেই এই সুবিধা দেওয়া হবে। পরিবহন দপ্তরের নব সিদ্ধান্ত অনুযায়ী, আপনার লাইসেন্সে থাকবে সব তথ্য স্মার্ট কার্ড রুপী স্মার্ট লাইসেন্স এর কিউআর কোড স্ক্যান করলে পাওয়া যাবে গাড়ি এবং গাড়ির চালক সংক্রান্ত সমস্ত ঠিকুজি কুষ্ঠি।
পরিবহন দপ্তর সূত্রে খবর, এবার থেকে আর ড্রাইভিং লাইসেন্স বা ব্লু বুক নেওয়ার জন্য মোটর ভেহিকেলস অফিসে যেতে হবে না আবেদনকারীদের। এবার আবেদনকারীরা ঘরে বসেই পেয়ে যাবেন ড্রাইভিং লাইসেন্স বা ব্লু বুক। পরিবহন দপ্তর স্পিড পোস্টের মাধ্যমে এইগুলি আবেদনকারীর ঠিকানায় পাঠিয়ে দেবে। লাইসেন্স গুলিকে স্মার্ট কার্ডের রূপ দেওয়ার জন্য যদিও কিছুটা বাড়তি খরচ হবে আবেদনকারীদের। এই কাজের জন্য পরিবহন দপ্তর একটি এজেন্সি নিয়োগ করেছে বলেও খবর।
পরিবহন দপ্তরের এক কর্তা বলছেন, দপ্তরে লোকের অভাব রয়েছে। পাশাপাশি অনেক জায়গাতেই দালাল চক্র সক্রিয় রয়েছে। ড্রাইভিং লাইসেন্স পেতে বা নতুন গাড়ির রেজিস্ট্রেশন নিয়ে অনেককেই সমস্যায় পড়তে হয়। এমন অভিযোগও মাঝেমধ্যেই উঠে আসে। সেই জায়গায় দাঁড়িয়ে পরিবহন দপ্তরের সিদ্ধান্ত অনেকটা কার্যকর হবে। পাশাপাশি দালাল চক্রের হাত থেকেও মুক্তি পাওয়া যাবে বলে আশা করছেন পরিবহন দপ্তরের ওই কর্তা।
পরিবহন দপ্তরের ওই কর্তা আরও বলেছেন, অনেক সময় শোনা যায় ড্রাইভিং লাইসেন্স নিয়ে বাইরের রাজ্যে গিয়ে সমস্যায় পড়তে হয় চালকদের। তবে পরিবহন দপ্তরের নতুন এই নিয়মে সেই সমস্যাও অনেকটা কেটে যাবে। কারণ রাজ্য সরকার এবার থেকে যে ড্রাইভিং লাইসেন্স বা ব্লু বুকগুলি দেবে, সেগুলি হবে স্মার্ট কার্ড। ফলে একটি কার্ডের মধ্যে সমস্ত তথ্য থাকবে। যার কারণে আর ভিন রাজ্যে গিয়ে চালকদের সমস্যায় পড়তে হবে না বলে আশা প্রকাশ করেছেন পরিবহন দপ্তরের ওই কর্তা।