নিজস্ব প্রতিবেদন : বিদ্যুৎ পরিষেবা আমাদের জীবনে এখন অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে দাঁড়িয়েছে। সামান্য কয়েক মিনিট লোডশেডিং হলেই যেন স্তব্ধ হয়ে যায় স্বাভাবিক জীবনযাপন। অবিচ্ছেদ্য এই অঙ্গের বাইরে এখন এক ফোঁটা মানুষ চলতে না পারলেও পরিষেবার বিরুদ্ধে নানান অভিযোগ রয়েছে।
বিদ্যুৎ পরিষেবা সরবরাহ অথবা অন্য ক্ষেত্রে যে সকল অভিযোগ রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুতর অভিযোগ হল বিল। অধিকাংশ গ্রাহকদের অভিযোগ করতে দেখা যায়, তারা যা খরচ করেছেন তার তুলনায় বেশি বিল পাঠানো হচ্ছে। এই সমস্ত অভিযোগ এবার এক নিমেষে শেষ হতে চলেছে রাজ্যে। কারণ রাজ্যে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে নিয়মে বদল আনা হচ্ছে।
বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে রাজ্যে এবার ঘরে ঘরে বসবে স্মার্ট মিটার। ফোরজি প্রযুক্তির উপর নির্ভর করে এই স্মার্ট মিটার। ইতিমধ্যেই এই স্মার্ট মিটার চালু হয়েছে উত্তরপ্রদেশের অধিকাংশ জায়গায়। এই স্মার্ট মিটার বসানোর অর্থ হলো বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে প্রিপেড মিটার চালুর প্রথম ধাপ।
পশ্চিমবঙ্গের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস জানিয়েছেন, আপাতত ৩৭ লক্ষ স্মার্ট মিটার বসানো হবে রাজ্যে। এর জন্য মোট ১১ কোটি ৮৯ লক্ষ টাকা খরচ হবে। এর ৬০ শতাংশ অর্থ দেবে কেন্দ্র বাকি ৪০ শতাংশ দেবে রাজ্য। রাজ্যে মোট গ্রাহক সংখ্যা ২ কোটি ৫৩ লক্ষ। যাদের মধ্যে বিদ্যুৎ বণ্টন পর্ষদের ২ কোটি ২০ লক্ষ এবং সিইএসসি-র গ্রাহক সংখ্যা ৩৩ লক্ষ।
এই স্মার্ট মিটার বসানো হলে আর বিদ্যুতের বিল নিতে বাড়ি বাড়ি যেতে হবে না এবং বিল বকেয়া থাকার জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করতেও বাড়ি যেতে হবে না। সমস্ত কাজ হবে একটি নির্দিষ্ট জায়গা থেকে বসে। এই ব্যবস্থা আসলেই প্রিপেড সিম কার্ডের মত। যেখানে রিচার্জ থাকলে পরিষেবা পাওয়া যায় আর রিচার্জ না থাকলে পরিষেবা পাওয়া যায় না। ঠিক এই ঘটনায় ঘটতে চলেছে আগামী দিনে। এছাড়াও গ্রাহকদের যতটা বিদ্যুৎ প্রয়োজন সেই মতো রিচার্জ করে কাজ চালাতে পারবেন। বেশি বিল দেওয়ার বা আসার যে অভিযোগ রয়েছে তা আর আসবে না।