Brain Challenge: পার্টিতে লুকিয়ে রয়েছে একটি ভূত, বুদ্ধির জোর থাকলে অবশ্যই খুঁজে পাবেন

Prosun Kanti Das

Published on:

Advertisements

If you are smart enough to find the scary ghost hidden in the party, you must find it: আপনার দৃষ্টিশক্তি এবং বুদ্ধিমত্তা যদি প্রখর হয় তাহলে অপটিক্যাল ইলিউশনের ধাঁধাগুলি আপনার কাছের বাঁ হাতের খেলা। অনেক সময়ই অপটিক্যাল ইলিউশনের সমাধান করা অনেক সহজ মনে হলেও তা আসলে খুবই কঠিন। অপটিক্যাল ইলিউশন শুধুই ছবির ধাঁধা নয়, এটি মস্তিষ্কের খেলাও বটে (Brain Challenge)। আপনার চ্যালেঞ্জ নেবার ক্ষমতাও বৃদ্ধি পাবে। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হয়েছে এবং সেই ছবিতে রয়েছে এক ভয়ংকর ভূত সেটা নিয়েই রীতিমতো আলোড়ন পড়ে গেছে।

Advertisements

অপটিক্যাল ইলিউশন জাতীয় ব্রেন চ্যালেঞ্জ (Brain Challenge) দেখেই করতে ইচ্ছা করে। ইন্টারনেটে আজকাল খুবই জনপ্রিয় এটি। অনেক প্রতিভাবান মানুষ অবিলম্বে উত্তর খুঁজে পেয়ে যান, আবার অনেকে দীর্ঘ চেষ্টাতেও ব্যর্থ হয়ে যান। সম্প্রতি যে ছবিটি ভাইরাল হয়েছে তার উত্তর খুঁজে পাওয়া খুবই চ্যালেঞ্জিং। আপনি দেখতে পাবেন পার্টিতে বহু মানুষ সেজেগুজে রয়েছেন। ঠিক তারই মাঝে একজন ভূত লুকিয়ে আছে তাকেই খুঁজে বের করতে হবে। কম সময়ের মধ্যে আপনাকে সঠিক উত্তরটি খুঁজে বের করতে হবে।

Advertisements

এর উত্তর পেতে আগে ছবিটি ভালোভাবে মনোযোগ সহকারে দেখুন। ছবিতে পার্টির অতিথিদের মধ্যেই একজন ভূত মিশে আছে। তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে তাকে খুঁজে বার করুন। অতিথিদের কোনও সমস্যায় ফেলার আগেই অবশ্যই সেই ভূতকে খুঁজে বের করতে হবে। যদি আপনি মন দিয়ে দেখেন তাহলেই লুকিয়ে থাকা ভূতকে সহজেই খুঁজে পাবেন। আপনার হাতে আর বেশি সময় নেই। ব্রেন চ্যালেঞ্জটি (Brain Challenge) আপনাকে সমাধান করতেই হবে।

Advertisements

আপনার সময় এখানেই শেষ। আপাতদৃষ্টিতে সোজা মনে হলেও উত্তর কিন্তু বেশ কঠিন। অনেকেই আছেন সঠিক সময়ে উত্তর দিয়েছেন আবার যারা পারেন নি তারা ব্যর্থ হবেন না। আপনাদের জন্য রইল সমাধান। বারবার অনুশীলনের দ্বারা আপনি সহজেই এই ধরনের ধাঁধার (Brain Challenge) উত্তর দিতে পারবেন। নিচের ছবিটি মন দিয়ে দেখুন।

Brain Challenge

বাঁদিক থেকে দ্বিতীয় মহিলা যিনি সবুজ রঙের গাউন পরে আছেন তাঁর পায়ের কাছেই ঘাপটি মেরে রয়েছে ভূত। আপনাদের সুবিধার জন্য ছবিটিতে লাল সার্কেল দিয়ে ভূতকে দেখানো হলো। তাহলে দেখে নিন। অপটিক্যাল ইলিউশনের আসলে দেখতে খুব সহজ কিন্তু সমাধান করা মোটেই এত সহজ নয়। এরজন্য দরকার চোখ ও মস্তিষ্কের সমান প্রখরতা। কঠিন হলেও এইধরনের অপটিক্যাল ইলিউশনের সমাধান করা খুবই চ্যালেঞ্জিং এবং মজাদার।

Advertisements