Advertisements

স্মার্ট ফোন, স্মার্ট ওয়াচ অতীত! এবার এসে গেল স্মার্ট রিং, কি মিলবে সুবিধা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : গত কয়েক বছর ধরেই বাজারে রমরমে চলছে স্মার্টফোন (Smart Phone)। স্মার্টফোনের চাহিদা এতটাই যে এখন তা প্রায় অধিকাংশ মানুষের হাতে পৌঁছে গিয়েছে। স্মার্টফোনের পর আবার বাজার দখল করতে হাজির হয় স্মার্টওয়াচ (Smart Watch)। স্মার্ট ওয়াচের চাহিদা ও যেভাবে দিন দিন বেড়ে চলেছে তাতে সাধারণ হাত ঘড়ি আর বিক্রি হয় না বললেই চলে। এসবের মধ্যেই এবার বাজারে আসতে চলেছে স্মার্ট রিং (Smart Ring)।

Advertisements

স্মার্ট ওয়াচ আসার পর দেখা গিয়েছে মানুষের বিভিন্ন চাহিদা সে জানিয়ে দেয়। কখন জল পান করতে হবে, কখন খাবার খেতে হবে, কতটা হাঁটাচলা করলেন, কতটা ক্যালরি ক্ষয় হলো ইত্যাদি সমস্ত কিছু খুঁটিনাটি বলে দিতে দেখা যায় স্মার্ট ওয়াচকে। এমনকি এই স্মার্ট ওয়াচ মানুষের হার্টবিট ঠিকঠাক চলছে কিনা তাও জানিয়ে দেয়। তবে স্মার্টওয়াচের এই তৎপরতাকে এবার উচিত করে দিন কয়েকের মধ্যেই বাজারে আসতে চলেছে স্মার্ট রিং। স্মার্ট রিংয়ের ফিচার রীতিমত চমকে দেওয়ার।

Advertisements

হেলথ ট্র্যাকিং থেকে শুরু করে গান চালানো, ছবি তোলা সহ হাজারো কাজ করে ফেলবে এই স্মার্ট রিং। আগামী সপ্তাহ থেকেই বাজারে উপলব্ধ হয়ে যাবে এই স্মার্ট রিংটি। ভারতের বাজারে এমন স্মার্ট রিং লঞ্চ হতে চলেছে জনপ্রিয় সংস্থা বোটের হাত ধরে। নতুন এই স্মার্ট রিং কি কি কাজে লাগবে চলুন দেখে নেওয়া যাক।

Advertisements

স্মার্ট রিং বাজারে লঞ্চ হওয়ার আগে সংস্থার তরফ থেকে যে সকল তথ্য দেওয়া হয়েছে এর ফিচার সম্পর্কে তা থেকে জানা যাচ্ছে, ছোট্ট এই ডিভাইসটি ব্যবহারকারীদের প্রত্যেক দিনের মুভমেন্ট এবং ফিটনেস ট্র্যাক করবে। এই ছোট্ট ডিভাইসের মাধ্যমে হার্টবিট রেট থেকে শুরু করে শরীরের তাপমাত্রা সমস্ত কিছু মেপে নেওয়া যাবে অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে। শুধু তাই নয়, এর পাশাপাশি মহিলাদের ঋতুস্রাবের খুঁটিনাটিও ট্র্যাক করা যাবে এই ছোট্ট ডিভাইসটিতে। পাশাপাশি কতটা ঘুম হলো এবং আর কতটা ঘুমের প্রয়োজন সবই জানিয়ে দেবে ছোট্ট এই ডিভাইস। শরীরে অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক রয়েছে কিনা তাও জানিয়ে দেবে।

আগামী ২৮ আগস্ট অর্থাৎ সোমবার থেকে এই ছোট্ট ডিভাইসটি flipkart এবং amazon দুই বিপণনী সংস্থা থেকে ক্রয় করতে পারবেন গ্রাহকরা। এই স্মার্ট রিং ৭, ৯ এবং ১১ তিনটি মাপের পাওয়া যাবে। দুর্ধর্ষ কাজ করা এই স্মার্ট রিংয়ের দাম অবশ্য কম কিছু নয়। এর দাম হতে চলেছে ৮৯৯৯ টাকা।

Advertisements