প্রকাশ্যে ধূমপান, গুটখা নিষিদ্ধ হল পশ্চিম বর্ধমানে, জরিমানা ২০০ টাকা

নিজস্ব প্রতিবেদন : পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলায় জেলাশাসক শশাঙ্ক শেঠীর নির্দেশে প্রকাশ্যে ধূমপানে নিষেধাজ্ঞা জারি করা হলো। শুধু প্রকাশ্যে ধূমপান নয়, নিষিদ্ধ হলো গুটখাও। এই সিদ্ধান্ত ২৭ শে সেপ্টেম্বর থেকে কার্যকরী হয়েছে জেলার সমস্ত প্রান্তে।

জেলাশাসক শশাঙ্ক শেঠি জেলার সরকারি দপ্তর, স্কুল শিক্ষক ও কলেজ অধ্যাপকদের নিয়ে বৈঠক করে এমন নির্দেশিকা জারি করেন। পশ্চিমবঙ্গের প্রথম এমন নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হলো পশ্চিম বর্ধমানে।

ধূমপান এবং গুটখা নিয়ে জেলাশাসকের সেই নির্দেশিকা ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে প্রত্যেকটি দপ্তরে। এই নির্দেশিকা কার্যকরী করার জন্য জেলাশাসক কড়া নির্দেশ দিয়েছেন। সচেতনতা বাড়াতে প্রাথমিকভাবে এই নির্দেশিকা জেলার বিভিন্ন প্রান্তে বোর্ড এবং ফ্লেক্সের মাধ্যমে প্রচার করা হচ্ছে। আর এই নির্দেশিকা কেউ না মেনে প্রকাশ্যে ধূমপান করলে তাকে সর্বোচ্চ ২০০ টাকা জরিমানা গুনতে হবে।

জেলাশাসকের তরফ থেকে জানানো হয়, শহরকে সিগারেট, গুটখা মুক্ত করতেই এমন পদক্ষেপ। জরিমানা হিসাবে প্রকাশ্যে ধূমপানকারীকে ২০০ টাকা জরিমানা দিতে হবে। সূত্রের খবর এই ঘটনায় এখনো পর্যন্ত ১২ জন জরিমানার সম্মুখীন হয়েছেন।

জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক জানিয়েছেন, ধূমপান থেকে ক্যান্সারের প্রবল সম্ভাবনা থেকে যায়। শুধু ধূমপান করছেন তার নয়, পাশে থাকা ব্যক্তিরও চরম ক্ষতি হতে পারে। তাই এই সিদ্ধান্তকে নজিরবিহীন সিদ্ধান্ত গ্রহণ করেছেন।