‘তৃণমূলের একেকটি গুন্ডাকে জেলে ঢুকানোর নির্ণয় নিয়ে নিয়েছি’, স্মৃতি ইরানি

Laltu Mukherjee

Updated on:

Advertisements

লাল্টু : নির্বাচনী প্রচারে বিজেপির কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি শনিবার বীরভূমে আসেন। জেলার ময়ূরেশ্বর বিধানসভা এলাকায় চাকপাড়া হাইস্কুল মাঠে কোভিড বিধি মেনে তিনি বিশেষ জনসভায় ভাষণ দেন। মঞ্চে ছিলেন ময়ূরেশ্বর বিধানসভার বিজেপি প্রার্থী শ্যামাপদ মন্ডল, বিজেপির জেলা সভাপতি ধ্রুব সাহা প্রমুখ। সেখানেই তিনি বক্তব্য রাখার সময় তৃণমূলকে আক্রমণ করে বলেন, ‘তৃণমূলের একেকটি গুন্ডাকে জেলে ঢুকানোর নির্ণয় নিয়ে নিয়েছি’।

Advertisements

স্মৃতি ইরানী এদিন তাঁর বক্তব্যে কেন্দ্রীয় সরকারের নানান প্রকল্প ও পরিকল্পনার কথা তুলে ধরেন। এবার বাংলায় বিজেপি ক্ষমতায় আসছে বলে তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি জানান, “বাংলায় মেয়ে জন্ম হলেই পঞ্চাশ হাজার টাকা। বিয়ের সময় দেওয়া হবে এক লাখ টাকা। গরিব বিধবা মায়েদের প্রতি মাসে তিন হাজার টাকা করে পেনশন দেওয়া হবে,। বাঙালি মহিলারা পুরো রাজ্য বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন।”

Advertisements

সেইসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তার কড়া ভাষণে জানান, “তৃণমূলের এক একটি গুন্ডা যে গরিব মানুষকে অ’ত্যাচা’র করছে। মহিলাকে অপমান করছে আর এক একটি ভোটারকে ধ’মকি দিচ্ছে। ওরা কান খুলে শুনে নিক, ২রা মের পরে বাংলায় বিজেপি সরকার প্রতিষ্ঠিত হওয়ার পরে তৃণমূলের এক একটি গুন্ডাকে আমরা জেলে ঢুকানোর নির্ণয় নিয়ে ফেলেছি।”

Advertisements

[aaroporuntag]
প্রসঙ্গত, বীরভূমের ভোটের আগে শনিবার বিজেপি শিবিরের একাধিক নেতা-নেত্রীকে বীরভূমে ছোট ছোট করে জনসভা করতে দেখা যায়। ঠিক একইভাবে তৃণমূলের তরফ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় প্রথমে বোলপুরে কর্মী সভা এবং পরে তারাপীঠের তারা মায়ের পুজো দেন। আর এই সকল সভা এবং রাজনৈতিক কর্মসূচিতে ভোটের আগে সরগরম হচ্ছে বীরভূম।

Advertisements