Snowfall in Saudi Arabia: ইতিহাস সাক্ষী হয়ে থাকল এই ঘটনার, সৌদি আরবে হল তুষারপাত

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Snowfall in Saudi Arabia: বর্তমান বিশ্বের সবথেকে ভয়াবহ সমস্যা হলো গ্লোবাল ওয়ার্মিং। যার জেরে ইতিমধ্যেই আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা গেছে গোটা বিশ্বজুড়ে। বিভিন্ন রকম প্রাকৃতিক দুর্যোগ তো রয়েছেই পাশাপাশি অতিরিক্ত গরম এবং ঠান্ডার প্রভাবও উপলব্ধি করছে গোটা বিশ্ব। পৃথিবীর সামনে আসন্ন একটি বিপদ হল লা নিনা। আজকের প্রতিবেদনে বিস্তারিতভাবে জানতে পারবেন বিষয়টি সম্পর্কে।

Advertisements

লা নিনার প্রভাবে চলতি বছর পড়তে চলেছে অতিরিক্ত পরিমাণে ঠান্ডা। তাপমাত্রা এতটাই নিচে নেমে যাবে যে সহ্য করা মুশকিল হবে সাধারণ মানুষের পক্ষে। লা নিনার প্রভাব কিন্তু ইতিমধ্যে পড়তে শুরু করেছে সারা পৃথিবী জুড়ে। সকলেই একটি আশ্চর্যজনক বিষয় সম্পর্কে ইতিমধ্যেই জেনেছি। সৌদি আরবের ঐতিহাসিক তুষারপাত (Snowfall in Saudi Arabia)। মধ্যপ্রাচ্যের বিভিন্ন সংবাদমাধ্যমের দ্বারা জানা গেছে যে, সৌদি আরবের উত্তরাঞ্চলীয় আল-জাউফের মরুভূমি গত শুক্রবার পরিণত হয় ‘উইন্টার ওয়ান্ডারল্যান্ডে’।

Advertisements

আরো পড়ুন: অবাক কান্ড! চাকা ছাড়াই রাস্তায় দৌড়াচ্ছে গাড়ি, ভিডিও ভাইরাল হতেই শোরগোল নেটদুনিয়ায়

সাধারণত সৌদি আরবের মতো দেশে যে তুষারপাত (Snowfall in Saudi Arabia) হতে পারে তা মানুষ স্বপ্নেও কল্পনা করতে পারেনি। কিন্তু আবহাওয়ার বিরাট পরিবর্তনের ফলে এই অসম্ভব এখন সম্ভব হয়ে দাঁড়িয়েছে। সেখানে এত পরিমাণে তুষারপাত হয়েছে, হঠাৎ করে দেখলে ভাববেন বোধহয় ইউরোপের কোন দেশ। এর আগে ওই এলাকা জুড়ে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টিপাত হয়েছিল। বিশেষ করে সাকাকা সিটি ও দুমাট আল জান্দালে। এই এলাকার বাসিন্দারা এতদিন যাবত বসন্তকাল বেশি উপভোগ করে এসেছে কিন্তু এখন তারা উপভোগ করছে শীতের আমেজ।

Advertisements

আরো পড়ুন: জিন্সের প্যান্টের পকেটে কেন থাকে ছোট তামার বোতাম

সূত্র মারফত জানা গেছে যে, গত বুধবার থেকে সৌদি আরবের উত্তরাঞ্চলের এলাকা আল-জাউফে ভারি বৃষ্টি হয়। গোটা অঞ্চল সেই সময় ভরে গিয়েছিল জলে। ওই দৃশ্য সংবাদমাধ্যমে স্পষ্ট দেখা যাচ্ছিল, এমনকি সচরাচর এই দৃশ্য দেখতে পাওয়া যায় না তাই অনেকেই ক্যামেরাবন্দি করেন। তুষারপাতের ভিডিও এবং ছবি অনেকেই পোস্ট করেছে এক্স হ্যান্ডেলে।

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে সেই ভিডিও ভাইরাল হতে সময় নেয়নি বেশিক্ষণ। এর আগে সৌদি আরবের রিয়াদ শহরের পশ্চিমে অবস্থিত আফিফ মরুভূমিতে বৃষ্টি হয়। বৃষ্টির পর আফিফ মরুভূমিতে ঘটে এক আশ্চর্যজনক ঘটনা। মরুভূমিতে হঠাৎ করেই পড়তে শুরু করে তুষারপাত (Snowfall in Saudi Arabia) । একনজরে দেখলে মজাদার মনে হলেও বিষয়টি মোটেই মজাদার নয়। বরং ভবিষ্যতের আশঙ্কার কথাই জানান দিচ্ছে আবহাওয়ার এই বিরাট পরিবর্তন।

Advertisements