Snowfall West Bengal: বঙ্গে চলছে এখন শীতের আমেজ। কিন্তু আগামী ২৪ ঘন্টার আবহাওয়া সম্পর্কে আদৌ কি কোন ধারণা আছে বঙ্গবাসীর? যদিও আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে যে, দক্ষিণবঙ্গে আগামী তিনদিনে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। শুধুমাত্র দক্ষিণবঙ্গেই নয় উত্তরবঙ্গেও তাপমাত্রা বাড়তে পারে ২-৩ ডিগ্রি সেলসিয়াস। দিন এবং রাত দুই সময়ই তাপমাত্রা বৃদ্ধি পাবে আগামী কয়েকদিনে। যেসব মানুষেরা হঠাৎ করে ঠান্ডা পড়াতে আতঙ্কিত হয়ে পড়েছিলেন তাদের জন্য সুখবর।
আগামী কয়েকদিন আর সহ্য করতে হবে না ঠান্ডার কাঁপুনি (Snowfall West Bengal)। শীতের উত্তর-পশ্চিমের শীতল হাওয়া আপাতত আটকে গেছে পশ্চিমী ঝঞ্ঝায়। অন্যদিকে ক্রমশই বেড়ে চলেছে বঙ্গোপসাগর থেকে পূবালী হাওয়ার দাপট। বছরের প্রথম দিকে বঙ্গের মানুষেরা পেতে চলেছে ‘উষ্ণতা’র ছোঁয়া । গত শনিবার থেকে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এবং আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ থাকবে এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে শুধুমাত্র দক্ষিণবঙ্গে নয় উত্তরবঙ্গেও বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে।
আগামীকাল তুষারপাত (West Bengal Weather) হওয়ার সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পংয়ে উঁচু পার্বত্য এলাকায়। পাশাপাশি হালকা বৃষ্টির সম্ভাবনা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় সোমবার রাত থেকে বুধবার সকালের মধ্যে বৃষ্টির সম্ভাবনা বেশি । দক্ষিণবঙ্গে আপাতত কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। কলকাতা এবং পার্শ্ববর্তী জেলাগুলোতে আকাশ মেঘলা থাকবে এমনটাই জানানো হয়েছে।
আরও পড়ুন:Biswa Bangla Gate: রাজ্য সরকারের নতুন উদ্যোগ, নিউটাউন এর ‘বিশ্ববাংলা গেট’ এবার দুর্গাপুরেও
দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে আবহাওয়া দপ্তর সতর্কতা দিয়েছে কুয়াশার। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় কুয়াশা আচ্ছন্ন থাকার সতর্কতা দেওয়া হয়েছে । বছরের শুরুতে শহরবাসী শীতের আমেজ উপভোগ করতে শুরু করলেও তাতে বাধা পড়বে শীঘ্রই। তবে আবহাওয়া দফতর বলছে, তবে পশ্চিমী ঝঞ্ঝার কারণে যে বাধা সৃষ্টি হয়েছে তা শীঘ্রই কেটে যাবে। আশা করা যাচ্ছে বুধবারের পরের থেকে আবার শীত তার পুরনো ছন্দে ফিরে আসবে। পৌষ মাসের শেষ হয়তো শীতের আমেজে ভালোই কাটবে রাজ্যবাসীর।
আগামী কয়েকদিনে কুয়াশা এবং হালকা রোদ মিলিয়ে আবহাওয়া মনোরম থাকবে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি এবং ১৬ ডিগ্রির আশেপাশে থাকবে। কলকাতা এবং শহরতলি অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস, এটি স্বাভাবিকের চেয়ে ০.২ ডিগ্রি বেশি । সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ১.৭ ডিগ্রি কম। এই সময় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ এবং সর্বনিম্ন ৬৬ শতাংশ ।