Chaleya Song Jawan: শুধু শাহরুখের জাওয়ান নয়, আপনার অজান্তেই ঘরের ছেলে অরিজিৎ গড়ে ফেলল এই রেকর্ড

Prosun Kanti Das

Published on:

Advertisements

Whole Social media is buzzing with Jawan’s songs: আগামী ৭ই সেপ্টেম্বর বক্সঅফিসে মুক্তি পেয়েছে শাহরুখ খানের জাওয়ান। মুক্তির পর থেকে এখন পর্যন্ত ৬৬০ কোটি টাকার বেশি আয় করে নিয়েছে। ছবিটি নিয়ে দর্শকদের মধ্যে উন্মাদনার শেষ নেই। অ্যাটলি কুমার পরিচালিত এই ছবির মধ্যে দিয়ে নতুন করে কামব্যাক করেছেন কিং খান। তিনি যে বলিউডের বাদশা তা আবারও প্রমান করে দিলেন। তার সাথে সিনেমার একটি গান ‘চালেয়া’ (Chaleya Song Jawan)-কে ঘিরে যে ক্রেজ তৈরি হয়েছে তাতে নতুন করে আরো একবার ভক্তদের মন জয় করলেন বাংলার ছেলে অরিজিৎ সিং।

Advertisements

জাওয়ান ছবিটি অ্যাশনে ভরপুর। রয়েছে রোমান্সও। সিনেমার প্রতিটি দৃশ‍্যের মতো ছবির গানও বেশ জনপ্রিয়তা লাভ করেছে। জাওয়ান যেমন সিনেমা হল কাঁপাচ্ছে, তেমনই এই ছবির একটি গান ‘চালেয়া’ (Chaleya Song Jawan) মোস্ট স্ট্রিম-এ চলছে। গানটি গেয়েছেন সকলের প্রিয় গায়ক অরিজিৎ সিং। গানটিতে শিল্পা রাও-ও কন্ঠ দিয়েছেন। আর এই গানের সুরে মেতেছে ভক্তরা। ঝড় উঠেছে ‘স্পটিফাই ইন্ডিয়া’-র মতো প্ল্যাটফর্মে।

Advertisements

অরিজিতের গাওয়া চলেয়া গানটি মিউজিট চার্টে নতুন রেকর্ড তৈরি করেছে। ‘স্পটিফাই ইন্ডিয়া’-তে এখনো পর্যন্ত প্রায় ২ মিলিয়নের বেশি মানুষ এই গানটি শুনেছেন। Kworb.net-এর দেওয়া তথ্য অনুযায়ী এ সংখ্যা ২.৪ মিলিয়ন। এদিকে ইউটিউবে ‘চালেয়া’ (Chaleya Song Jawan) গানটি ৭৫ মিলিয়ন বার শোনা হয়েছে। যা ‘জিন্দা বান্দা’-র রেকর্ডকেও ভেঙে দিয়েছে। এখনো পর্যন্ত ‘জিন্দা বান্দা’ গানটি ৭১ মিলিয়ন বার শোনা হয়েছে।

Advertisements

‘চলেয়া’ গানটির পাশাপাশি অরিজিতের ‘হিরিয়ে’ গানটিও স্পটিফাই-এ রাজ করছে। তবে অতীতেও বহুবার অরিজিতের গাওয়া একাধিক গান মাতিয়ে ছিল গোটা বিশ্বকে। এই তালিকায় প্রথমেই রয়েছে ‘কেশরিয়া’ । এছাড়া শাহরুখ খানের ‘পাঠান’ সিনেমাতেও অরিজিৎ ‘ঝুমে জো পাঠান’ ট্রাইটেল ট্রাক গেয়ে জনপ্রিয়তা পেয়েছিলেন। এক কথায় অরিজিৎ সিং শাহরুখ খানের ব্যাক টু ব্যাক হিটের সঙ্গী।

প্রসঙ্গত, বিশ্বের অন্যতম জনপ্রিয় গায়ক হলেন অরিজিত সিং। মুর্শিবাদের একটি ছোট্ট গ্রাম জিয়াগঞ্জ থেকে উঠে আসা ছেলেটি আজ বিশ্ব কাপাচ্ছে। তাঁর কন্ঠের জাদুদে একাধিক বার পাগল হয়েছেন অরিজিৎ প্রেমীরা। ভক্তরা কখনো সুরের জাদুতে কেঁদেছে, আবার কখনো গভীর প্রেম অনুভব করছে। প্রতিবারই তাঁর গাওয়া গান শীর্ষে থেকেছে। এবারও তার প্রমান মিললো।

Advertisements