সামনেই মহাজাগতিক ঘটনা সূর্য গ্রহণ, সাক্ষী থাকবে ভারতও

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দিন কয়েক আগেই বিরল এক মহাজাগতিক ঘটনার সাক্ষী ছিল বিশ্ব এবং মহাকাশ প্রেমীরা। ১০৭ বছর পর সবচেয়ে কাছাকাছি এসেছিল পৃথিবী এবং বৃহস্পতি। সেই একই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকতে চলেছে বিশ্ব। এবার ফের এক সরলরেখায় আসতে চলেছে সূর্য, চাঁদ ও পৃথিবী।

Advertisements

সূর্য, চাঁদ ও পৃথিবী এক সরলরেখায় আসার ফলে আগামী ২৫ অক্টোবর রয়েছে সূর্যগ্রহণ। যদিও এই সূর্যগ্রহণ হবে খন্ডগ্রাস। খণ্ড গ্রাস এই সূর্য গ্রহণ ভারতের বিভিন্ন প্রান্তেও দেখা যাবে। অর্থাৎ এই মহাজাগতিক ঘটনার সাক্ষী থাকবে ভারত। কালীপুজোর পরদিন এই মহাজাগতিক ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই উৎসাহ তৈরি হচ্ছে মহাকাশ প্রেমীদের মধ্যে।

Advertisements

আগামী সপ্তাহের মঙ্গলবার এই খন্ড গ্রাস সূর্যগ্রহণ হবে ভারতীয় সময় সকাল ৮টা ৫৮ মিনিট থেকে দুপুর ১টা ২ মিনিট পর্যন্ত। প্রায় চার ঘন্টা ধরে থাকবে এই খন্ডগ্রাস সূর্যগ্রহণ। ভারত ছাড়াও এই সূর্য গ্রহণ যে সকল দেশের মানুষ দেখতে পাবেন সেই সকল দেশগুলি হল উত্তর-পূর্ব আফ্রিকা, পশ্চিম এশিয়া, উত্তর আটলান্টিক মহাসাগর, পশ্চিম চিন। এছাড়াও ভারতের একাধিক প্রতিবেশী দেশের মানুষও এই খণ্ডগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী থাকবেন।

Advertisements

চলতি বছর ২৫ অক্টোবরের খণ্ড গ্রাস সূর্যগ্রহণের পর এমন খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২০২৫ সালের ২৯ মার্চ। যদিও সেই খণ্ডগ্রাস সূর্যগ্রহণ দেখার সৌভাগ্য হবে না ভারতীয়দের। ভারতের ফের খন্ডগ্রাস সূর্যগ্রহণ দেখা যাবে ২০৩২ সালের ৩ নভেম্বর। সুতরাং এই ধরনের খন্ড গ্রাস সূর্যগ্রহণ দেখার জন্য ভারতীয়দের অপেক্ষা করতে হবে ১০ বছর।

তবে চলতি বছরেই ভারত সূর্যগ্রহণের সাক্ষী থেকেছে। এপ্রিল মাসের শেষ দিকে সেই সূর্যগ্রহণ হয়। প্রায় ঘন্টা দুয়েক সূর্য ঢাকা ছিল সেই সময়। এপ্রিল মাসে সূর্য গ্রহণের পর মাস সাতেকের মধ্যে ফের খন্ড গ্রাস সূর্যগ্রহণ দেখার সুযোগ পাচ্ছেন ভারত সহ বিশ্বের একাধিক দেশের মানুষেরা।

Advertisements