Solo Electric Scooter is being brought to the market by Ola: এক ধরনের নতুন ইলেকট্রিক স্কুটার (Ola Solo Electric Scooter) আনতে চলেছে ওলা কোম্পানি। নতুন স্কুটারটির নাম দেওয়া হয়েছে ওলা সোলো। স্কুটারটি ভারতের প্রথম এআই জেনারেটেড স্কুটার হতে চলেছে। ওলা কোম্পানির সিইও ভাবিস আগারওয়াল সোশ্যাল মিডিয়ায় এই স্কুটার সম্পর্কিত একটি ভিডিও ছেড়েছেন। আর তাই নিয়েই মেতে উঠেছে সোশ্যাল মিডিয়া। নতুন এই স্কুটারটি সম্পর্কে নেটিজেনদের আগ্রহের কোন শেষ নেই।
কোম্পানির পক্ষ থেকে দাবি করা হয়েছে নতুন এই স্কুটারটি (Ola Solo Electric Scooter) আধুনিক প্রযুক্তি সম্পূর্ণ স্কুটির বাজারে আলোরণ সৃষ্টি করতে পারে। এই স্কুটারটি মূলত ওলা কোম্পানির বানানো “এলএমএও৯০০০” চিপের সাহায্যে চলবে। এছাড়া প্রত্যেক বার রাইড এর সময় খুঁটিনাটি তথ্য সংগ্রহ করে তার উপর ভিত্তি করে যাতে গাড়ির মাইলেজ ও দক্ষতা আরো উন্নত করা যায় সেই উদ্দেশ্য নিয়ে স্কুটার টিতে বসানো হয়েছে একটি যেইউ-গার্ড।
কোম্পানির সিইও ভাবিস আগারওয়ালের মতে, ওলা সোলো (Ola Solo Electric Scooter) স্কুটারটি ভারতের প্রথম অটোনোমাস স্কুটার। এআই নির্ভর প্রযুক্তি দ্বারা তৈরি করা ট্রাফিক স্মার্ট স্কুটারটিতে রয়েছে একাধিক নিত্য নতুন আকর্ষণীয় ফিচারস। যেমন স্কুটারটি এআই জেনারেটেড হওয়ায় রিমোট কন্ট্রোলের মতো কোন ব্যক্তির হস্তক্ষেপ ছাড়াই এগিয়ে যেতে পারবে, অতিরিক্ত ট্রাফিক জ্যামের মধ্যেও ব্যাটারি বাঁচিয়ে দ্রুত গন্তব্যস্থলে পৌঁছে দিতে পারবে, যাত্রী সুরক্ষার জন্য রয়েছে হেলমেট ফেস রিকগনেশন ফিচারস। এছাড়াও ২২ টি ভাষার সাপোর্ট সিস্টেম থাকবে এই স্কুটারটিতে।
আরও পড়ুন ? Ather Rizta: জল-স্থল সবেই বুলেটের মত ছুটবে আথারের ইলেক্ট্রিক স্কুটার! চাপে ওলা, টিভিএস
স্কুটারটিতে আরো দুটি মোড থাকবে। একটি হল হিউম্যান মোড। এই মোডের কাজ হল যাত্রীকে সব রকম ভাবে সুরক্ষিত এবং সতর্কিত থাকতে সাহায্য করা। কোন গলি বা বাঁক এগিয়ে এলে আগে থেকে তার নোটিফিকেশন পাওয়া যাবে। বিপদ বুঝলে ভাইব্রেটিং সিট এলাটের ব্যবস্থাও রয়েছে। এছাড়া আপনি চাইলে স্কুটারটির সাথে কথা বলতে পারবেন, মানে আপনি স্কুটারকে নির্দেশ দিতে পারবেন। আপনার নির্দেশ মত কাজ করবে স্কুটারটি। এছাড়া আছে, বিশ্রাম মোড। ওলা সোলোর ব্যাটারি ব্যাকআপ কমে আসলে একটা সুইচ টিপলেই স্কুটারটি আপনাকে নিকটবর্তী চার্জিং স্টেশনে নিয়ে যাবে। মোটকথা আপনাকে যতটা সম্ভব সুরক্ষিতভাবে সহজে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেওয়া যায় সেই চেষ্টাই করবে ওলা সোলো।
Not just an April fools joke!
We announced Ola Solo yesterday. It went viral and many people debated whether it’s real or an April fools joke!
While the video was meant to provide a laugh to people, the technology behind it is something we’ve been working on and have… pic.twitter.com/4AUEqtPBGW
— Bhavish Aggarwal (@bhash) April 2, 2024
এছাড়া আরো একটি মোড থাকবে ওলা সোলোতে। যেটির নাম সামান মোড। এই মোড অ্যাক্টিভেট করলে ওলা অ্যাপের মাধ্যমে আপনার হয়ে আপনার কল রিসিভ করবে স্কুটারটি (Ola Solo Electric Scooter)। এখনো পর্যন্ত স্কুটারটির ব্যাটারি ব্যাকআপ, মাইলেজ এই ধরনের বিষয় সম্পর্কিত কোন তথ্য প্রকাশ্যে আনেনি কোম্পানি। তবে খুব শীঘ্রই যে ওলা সোলো বাজারে আসতে চলেছে তার ইঙ্গিত পাওয়া গেছে।