দীঘায় পর্যটকদের টুপি পরাচ্ছেন ব্যবসায়ীরা! এই জিনিসটি কিনতে গেলেই ঠকতে হচ্ছে!

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : পূর্ব ভারতে যে সকল পর্যটক কেন্দ্র রয়েছে তার মধ্যে জনপ্রিয় একটি পর্যটক কেন্দ্র হল দীঘা (Digha। বছরের বিভিন্ন সময় দেশ-বিদেশের বিভিন্ন জায়গা থেকে পূর্ব মেদিনীপুরের এই সমুদ্র সৈকতে পর্যটকরা ভিড় জমান। দেশ বিদেশের বিভিন্ন জায়গা থেকে এলেও অবশ্য কলকাতা এবং তার পার্শ্ববর্তী এলাকার পর্যটকদের সংখ্যায় সবচেয়ে বেশি থাকে। যদিও দীঘার জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে।

Advertisements

সরকারি উদ্যোগে প্রতিনিয়ত দিঘাকে আরও সুন্দর থেকে সুন্দরতর করে তোলার জন্য পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নতুন দিঘা এবং পুরাতন দীঘা এই দুই জায়গার সমুদ্র সৈকত সাজিয়ে তোলার পাশাপাশি আশেপাশে তৈরি হচ্ছে নতুন নতুন সি-বিচ। যাতে করে পর্যটকরা আরো বেশি করে ভিড় জমাতে পারেন দীঘা এবং তার পার্শ্ববর্তী সমুদ্র সৈকতগুলিতে। তবে এই দিঘাতেই এবার পর্যটকদের একাংশকে টুপি পরাচ্ছেন স্থানীয় কিছু ব্যবসায়ীরা।

Advertisements

যে সকল পর্যটকরা দীঘা যান তাদের অনেকেই আছেন যাদের মনটা ইলিশ ইলিশ (Ilish) করে। এই সকল পর্যটকদের অনেকেই রয়েছেন যারা দীঘায় এসে মনে করেন, ‘দীঘা এলাম আর ইলিশ নিয়ে যাব না!’ দীঘার এই ইলিশেরটা নেই পর্যটকরা ছুটে যান মোহনায়। সেখানে গিয়ে তারা ইলিশ কিনে বাড়ি নিয়ে আসেন। কিন্তু এখানেই নতুন ফাঁদ পাতা হয়েছে। সেই ফাঁদ পেতেই রীতিমত পর্যটকদের ঠকানো হচ্ছে।

Advertisements

মূলত এখানকার কিছু ব্যবসায়ী এমন পর্যটক ঠকানোর ফাঁদ পেতেছেন বলে অভিযোগ। পর্যটকদের একাংশের তরফ থেকে জানা গিয়েছে, দীঘার মোহনায় ইলিশ মাছ কেনার সময় কিছু কিছু অসৎ ব্যবসায়ী রয়েছেন যারা ইলিশ বলে সাগরের খয়রা চালিয়ে দিচ্ছেন। এই অভিযোগ কেবলমাত্র পর্যটকদের নয়, মোহনার বেশ কিছু সাধু ব্যবসায়ীরাও এমন অভিযোগ করেছেন। আর এমন অভিযোগ শুনে তো রীতিমতো মাথায় হাত পড়ছে মোহনায় ইলিশ কিনতে যাওয়া পর্যটকদের।

ব্যবসায়ীদের অনেকেই জানিয়েছেন, ইলিশের বিকল্প কিছু হতে পারে না। খয়রা মাছ দেখলেই বোঝা যায়। বঙ্গোপসাগরের খয়রা কিছুটা ছোট আকারের হয়, কিন্তু আরব সাগরের খয়রা বড় বড় হয়ে থাকে। সেগুলি অসৎ ব্যবসায়ীদের একাংশ আনকোরা পর্যটকদের ইলিশ বলে চালিয়ে দিচ্ছে। এমন প্রতারণার ফাঁদে পড়ছেন সবচেয়ে বেশি সেই সকল পর্যটকরা যারা বাঙালি নন। এমনকি খয়রা মাছকে অনেকে খোকা ইলিশ বলেও বিক্রি করে দিতে দেখা যাচ্ছে।

Advertisements