Cheap hotels in Shantiniketan: আবারও পুরনো ছন্দে ফিরতে চলেছে শান্তিনিকেতন।সকলের প্রিয় পৌষমেলা আয়োজিত হবে পুরনো মাঠেই। শীতের মরশুমে পৌষমাস পড়লেই মনটা কেমন ব্যাকুল হয়ে ওঠে ঘুরতে যাওয়ার জন্য। শান্তিনিকেতনের পৌষমেলার অপেক্ষায় থাকে পর্যটকরা। পর্যটকদের জন্য আবার নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে সেই মেলা। সপ্তাহের শেষের ছুটিতে ঘুরে আসা যেতেই পারে শান্তিনিকেতন থেকে। থাকা নিয়ে একেবারেই চিন্তা করতে হবে না।
২০১৯ সালের পর চলতি বছরে আবার নতুনভাবে শুরু হতে চলেছে পৌষমেলা। করোনা পরবর্তী সময়ে নানা সমস্যার সম্মুখীন হতে হয়েছে এই মেলাকে। পৌষমেলা মানেই পর্যটকদের আনাগোনা। পর্যটকরা খুবই খুশি আবারও মেলা নতুন উদ্যমে শুরু হওয়াতে। ব্যবসায়ী থেকে শুরু করে সাধারণ মানুষেরা পর্যন্ত খুশি এই সিদ্ধান্তে। মেলার সময় কোথায় পাওয়া যাবে সস্তায় থাকার জায়গা (Cheap hotels in Shantiniketan)? বুকিং শুরু করতে হবে এখন থেকেই।
চার বছরের বিরতির পর আবারও মেলা শুরু হচ্ছে বলে স্বাভাবিকভাবেই পর্যটকদের সংখ্যা বৃদ্ধি পাবে। যারা এখানে এসে থেকে এই মেলা উপভোগ করবেন তাদের থাকার ব্যবস্থা কথা আগে চিন্তা করতে হবে। রেকর্ড পরিমাণ ভিড় হওয়ার আশঙ্কা রয়েছে এই বছর এবং বিষয়টি নিয়ে মেলা কর্তৃপক্ষ প্রস্তুত। শান্তিনিকেতনের হোটেলগুলিতে বুকিংয়ের চাপ চোখে পড়ার মতো। সবথেকে অবাক করার বিষয় হলো বেশ কিছু হোটেলের ভাড়া দুই থেকে তিন গুণ বৃদ্ধি পেয়েছে। এমনকি যেসব বেসরকারি হোটেল রয়েছে তাতে ইতিমধ্যেই শুরু হয়েছে ‘প্যাকেজ যুদ্ধ’। পর্যটকরা জানাচ্ছেন, শীতকালীন এই মেলায় আসতে এখন হোটেল প্যাকেজ ছাড়া বিকল্প কিছুই খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে সস্তায় যদি ভালো থাকার জায়গার বন্দোবস্ত (Cheap hotels in Shantiniketan) করতে হয় তাহলে কি করতে হবে?
আরও পড়ুন:Sandakphu Health Centre: অসুস্থ হলেও চিন্তা নেই, এবার সান্দাকফুতেও স্বাস্থ্য কেন্দ্র
আজকের এই প্রতিবেদনে থাকার জায়গার কিছু বর্ণনা দেওয়া হবে। রাজ্য সরকারের তরফ থেকে বোলপুর যুব হোস্টেলে (Cheap hotels in Shantiniketan) থাকার সুবন্দোবস্ত করা হয়েছে। এখানকার ঘরের রেট সাধারণ মানুষের সাধ্যের মধ্যে। এসি সিঙ্গেল বেড রুমের ভাড়া হলো ৬৯৭ টাকা, এসি ডাবল বেড রুমের ভাড়া ১১৭০ টাকা, এসি থ্রি বেডেড রুমের ভাড়া হলো ১৫৩১ টাকা। এসি ফর বেডের রুমের ভাড়া হলো ১৮৯২ টাকা এবং এসি এইট বেডের রুমের ভাড়া হলো ৩২২৪ টাকা। এখানে ভিআইপি রুম রয়েছে যার মূল্য ২৮৫০ টাকা। এই ভাড়ার সঙ্গে জিএসটি এবং ইউজার চার্জ যুক্ত রয়েছে। এই সবকটি রুমই পাওয়া যাবে নতুন বিল্ডিং এ।
বোলপুর যুব হোস্টেলের পুরনো বিল্ডিং এ থাকার সুবন্দোবস্ত রয়েছে। নন এসি ট্রিপল বেডেড রুমের ভাড়া হলো ১০৮৩ টাকা, নন এসি ডবল বেডেড রুমের ভাড়া হলো ৮৩৪ টাকা। আবার নন এসি ফর বেডের রুমের ভাড়া হলো ১২২০ টাকা। যারা আবার ডরমেটরি ভাড়া করতে চায় তাদের ভাড়া হলো ২৪৯ টাকা। যারা আরো বিস্তারিত জানতে চান এবং আগে থেকে বুক করতে চান তারা অফিশিয়াল ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত জেনে নিন। এমনকি ওয়েবসাইটে দেওয়া ফোন নাম্বারে ফোন করেও বুক করা যেতে পারে। ওয়েবসাইটে গেলে ইমেইল আইডিও পেয়ে যাবেন।