Some of the features of Apple’s new MacBook Pro will surprise you: Apple এর নয়া চমকের জন্য বরাবর অপেক্ষা করে গোটা বিশ্ব। কোম্পানির প্রত্যেকটা জিনিস যেমন অত্যাধুনিক প্রযুক্তিতে মোড়া, তেমনি গগন ছোঁয়া দাম। তবু প্রত্যেকবার নতুন কিছু লঞ্চ করে তাক লাগিয়ে দিয়েছে গোটা পৃথিবীকে। নতুন ম্যাকবুক প্রো (MacBook Pro)হলো তারই একটি উদাহরণ। বিভিন্ন ধরনের নয়া ডিভাইস সামনে এনেছে ScrayFast ইভেন্টে, তার মধ্যে এটি অন্যতম। কিন্তু এই ডিভাইসের দাম আশ্চর্য করবে আপনাকে।
আজকের প্রতিবেদনে আপনি বিস্তারিত জানতে পারবেন এই নয়া ডিভাইস সম্পর্কে। ল্যাপটপটিতে (MacBook Pro) অত্যাধুনিক M3 প্রসেসর যোগ করেছে অ্যাপল, সেই কারণে এই কম্পিউটারের দাম ৭ লাখ টাকারও বেশি। যা সাধারণ মানুষের ধরা ছোঁয়ার বাইরে। এই একই দামে আপনি কিনতে পারবেন একটি ব্র্যান্ড নিউ মারুতি সুজুকি সুইফট গাড়ি। দাম শুনে কপালে চোখ উঠেছে সকলেরই।
অনেকেই আছেন যারা বেস মডেলটি কিনতে চান, তাদের কিন্তু খরচ করতে হবে ৩.৯৯ লাখ টাকা। এই কম্পিউটারে (MacBook Pro) আপনি পেয়ে যাবেন ৪৮GB র্যাম এবং ১TB স্টোরেজ সমেত বেশ কিছু কাস্টমাইজেশনের সুবিধাও। বহু মানুষ আছেন যারা আরো ভালো পারফরম্যান্স চান তাদের জন্য উপযুক্ত হলো ১৬ ইঞ্চি স্ক্রিনের ১২৮GB র্যাম সম্পন্ন ম্যাকবুক। তার দাম পড়বে ১ লাখ টাকা বেশি। পাশাপাশি ১২৮GB ভেরিয়েন্টের ল্যাপটপের দাম হবে ৪.৯৯ লাখ টাকা। আর আপনি যদি স্টোরেজ বাড়াতে চান, তাহলে ৮TB SSD স্টোরেজের ভার্সন নিতে পারেন। তার জন্য আপনাকে বাড়তি দিতে হবে ২.২ লাখ টাকা। তাহলে মোট দাম পড়বে ৭.১৯ লাখ টাকা।
ভারতে পাওয়া যাবে এমন কম্পিউটারের মধ্যে এটি অন্যতম দামি এবং শক্তিশালী ম্যাকবুক প্রো মডেল(MacBook Pro)। অনেকেই আছেন যারা কম্পিউটারে Final Cut Pro এবং Logic Pro এর মতো সফটওয়্যার প্রি-ইনস্টল করতে চান তবে তাদের অতিরিক্ত ২৯,৯০০ টাকা এবং ১৯,৯০০ টাকা খরচ করতে হবে। মোট দাম পড়বে ৭.৬৭ লাখ টাকা।
তবে যাদের বাজেট কম সেই সব গ্রাহকদের কথাও চিন্তা করেছে কোম্পানি। M3 MacBook Pro লাইনআপে আপনি বিভিন্ন ধরনের অপশন পেয়ে যাবেন। যার মধ্যে উল্লেখযোগ্য হলো, ১৪ ইঞ্চি ম্যাকবুক প্রো সঙ্গে M3 প্রসেসর। দাম ১,৬৯,০০০ টাকা। এটি আপনি পেয়ে যাবেন M3 Pro ভেরিয়েন্টও এবং দাম পড়বে ১,৯৯,৯০০ টাকা। এছাড়াও ১৬ ইঞ্চি M3 প্রো-সহ ম্যাকবুক প্রো পাবেন ২,৪৯,৯০০ টাকা। সস্তা মডেলটির দাম হলো ১,৬৯,৯০০ টাকা এবং দামী মডেলের দাম ৭.৬৭ লাখ টাকা। দুটি মডেলের মধ্যে দামের পার্থক্য প্রায় ৫ লাখ ৯৮ হাজার টাকা।