নিজস্ব প্রতিবেদন : করোনার দ্বিতীয় ঢেউ ভয়ঙ্কর রূপ নেওয়ার কারণে প্রত্যেকের মধ্যেই এখন দুশ্চিন্তার ঝড় বইছে। সেই দুশ্চিন্তার ঝড় আমজনতাদের পাশাপাশি বইছে প্রশাসন এবং বিভিন্ন সংগঠনের ক্ষেত্রেও সমানভাবে বইছে। এমত অবস্থায় বিভিন্ন সামাজিক সংগঠন সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে যথাসাধ্য সাহায্য চালাচ্ছে। ঠিক তেমনই কোভিড কেয়ার নেটওয়ার্ক নামে একটি সংস্থা বিভিন্ন জেলার করোনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ নম্বর দিয়ে আমজনতার পাশে দাঁড়ানোর চেষ্টা চালাচ্ছে অবিরত। তাদের থেকে পাওয়া বীরভূম জেলার একাধিক গুরুত্বপূর্ণ নম্বর এই করোনাকালে যে কারোর যেকোনো মুহূর্তে কাজে আসতে পারে।
করোনা পরীক্ষা কেন্দ্র
১) সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল – ৯৪৩৪২২০৯৪৪।
২) রামপুরহাট মেডিকেল কলেজ – ০৩৪৬১২৫৫১০২
৩) সিউড়ি মিউনিসিপ্যালিটি – ৯৪৩৪১০৭৪৪১
৪) বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতাল
৫) বোলপুর বিপিএইচসি – ০৩৪৬৩২৫২৬০৫
৬) মিউনিসিপালিটি হেলথ সেন্টার বোলপুর
৭) ইলামবাজার বিপিএইচসি
এছাড়াও বীরভূমের অন্যান্য যেসকল বিপিএইচসিগুলি রয়েছে সেই সকল একাধিক বিপিএইচসি থেকে করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হচ্ছে। আপনারা আপনাদের নিকটবর্তী বিপিএইচসি অর্থাৎ স্বাস্থ্য কেন্দ্রে যোগাযোগ করতে পারেন করোনা পরীক্ষার জন্য।
করোনা হাসপাতাল
১) বোলপুরের গ্লোক্যাল হসপিটাল – ৭০৬৩৫৮৪৮৪২/৮০১৭৯৮১১৩৭।
২) রামপুরহাটের রয়েল নার্সিংহোম এন্ড ডায়াগনস্টিক সেন্টার।
এছাড়াও বীরভূম সুপার স্পেশালিটি হাসপাতাল এবং বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কোভিড ওয়ার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বীরভূম জেলা স্বাস্থ্য দপ্তর। এ বিষয়ে তারা খুব তাড়াতাড়ি কাজ করবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক ডাঃ জয়ন্ত সুকুল।
গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে কোথায় চিকিৎসা করাবেন?
জেলায় কিছু সারি/কোভিড সাসপেক্ট রোগী যার রিপোর্ট পাওয়া যায়নি অথবা পরীক্ষা করা হয়নি। কিন্তু উপসর্গ রয়েছে অথবা গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিয়েছে সেক্ষেত্রে ওই রোগীকে চিকিৎসা করানোর জন্য সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতাল অথবা বোলপুর সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া যেতে পারে।
সেফ হোম
বর্তমানে জেলার একাধিক প্রান্তে একাধিক সেফ হোম করা হয়েছে করোনা রোগীদের জন্য।
১)) মধু মমতা লজ, রামপুরহাট (সেফ হোম) – ০৩৪৬১২৫৩৪১০।
২) নিরাময় সেফ হোম, দুবরাজপুর – ৮২৫০৫৪৩৪৫৪।
৩) শান্তিনিকেতন সেবা নিকেতন, বোলপুর – ৭৯০৮৫২৫৬৬৮।
৪) মল্লারপুর কিষাণ মান্ডি – ০৩৪৬১২৬২২৫৩, ৭০৪৪০৪২৬৪৪।
৫) স্বামী শ্রদ্ধানন্দ আশ্রম, মল্লারপুর – ৯৪৩৪৯৪৯৬৫০
৬) মল্লারপুর নাই সুভা – ৯৪৭৪১৬৫৮৪৭।
টেলিফোন মারফত পরামর্শ দিচ্ছেন যে সকল চিকিৎসকেরা
অ্যাম্বুলেন্স
১) ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি সিউড়ি – ৯৮৩২২৬০৪৭৩।
২) বাপি অ্যাম্বুলেন্স, বোলপুর – ৯৯৩২৭০২৬৩০
৩) পিয়ার অ্যাম্বুলেন্স, বোলপুর – ৯৭৩২০৪৬২০৪
৪) লাল অ্যাম্বুলেন্স, বোলপুর – ৯৬৩৫৭১৬৫৭৬
৫) বাবু অ্যাম্বুলেন্স, বোলপুর – ৯৪৩৪১১৭৫১৪
৬) হাফিজুল অ্যাম্বুলেন্স, বোলপুর – ৯৪৭৪৬৩৪৮২৪
৭) হোমিওপ্যাথি মেডিকেল অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া, সিউড়ি – ৯৪৩৪১০৭৫১০
৮) অসীম, সিউড়ি – ৬২৯৫৪৯৯১৫৭
৯) রাজু অ্যাম্বুলেন্স, ইলামবাজার – ৭৭১৯১২১৯৮২
১০) বিশ্বজিৎ অ্যাম্বুলেন্স, ইলামবাজার – ৯৪৩৪৩৩৩৩১৪
১১) স্বামী সত্যানন্দ আশ্রম, মল্লারপুর – ৯৪৩৪৯৪৯৬৫০
১২) মানস ব্যানার্জি, মল্লারপুর – ৯৭৩৩৬৩৯৭৭৫।
অক্সিজেন সিলিন্ডার সরবরাহকারী দোকান ও জরুরি নম্বর
১) শুভঙ্করী মেডিসিন, সিউড়ি – ৯৪৭৪৩০৮১৭৬
২) চিপ ডিসপেনসারি, সিউড়ি – ৮৬৩৭৫২২৪১৪
৩) ইন্ডিয়ান রেড ক্রস সোসাইটি, সিউড়ি – ৯৮৩২২৬০৪৭৩
৪) মহামায়া ফার্মেসি, বোলপুর – ৯৮৫১৫০৪৯২৩
৫) সৃগোপাল ফার্মেসি, বোলপুর – ৯৮০০১৯২৫৯০
৬) বোলপুর মিউনিসিপ্যালিটি – ০৩৪৬৩২৫২৫০১, ০৩৪৬৩২৫৪৮৭০
৭) অন্নপূর্ণা মেডিকেল, ইলামবাজার – ৭০০১৫০৯২৬৩
৮) স্বামী সত্যানন্দ আশ্রম, মল্লারপুর – ৯৪৩৪৯৪৯৬৫০।
[aaroporuntag]
★ এই সকল তথ্য সেপ্টেম্বর ২০২০ তে সঞ্চয় করা হয়েছে।