Bank Account Rules: ব্যাঙ্ক অ্যাকাউন্টের নিয়মে বড় পরিবর্তন, সুবিধা পেতে চলেছে গ্রাহকরা। কেন্দ্র সরকারের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্টের নিয়মে বেশ বড় রকমের পরিবর্তন নিয়ে আসা হয়েছে। যা গ্রাহকদের জন্য অত্যন্ত সুখবর বলেই বিবেচিত হচ্ছে। সম্প্রতি অর্থমন্ত্রী নির্মলা সীতারামন সংসদে ব্যাংকিং আইন ২০২৪ এর সংশোধন বিল পেশ করেছিলেন। এই বিলটি কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে অনুমোদিত হয়েছে। এই বিলের মধ্যে ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কিত একাধিক নিয়মাবলী ছিল। তার মধ্যে অন্যতম হল নমিনির সংখ্যা। বর্তমানে ব্যাংক অ্যাকাউন্টে একের বেশি নমিনি রাখতে পারবেন গ্রাহকরা।
সাধারণত একটি ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসেবে একজনেরই নাম দেওয়া থাকতো। অ্যাকাউন্ট হোল্ডারের অবর্তমানে সেই অ্যাকাউন্টে যাবতীয় সম্পত্তির মালিক হবেন সেই নমিনি। কিন্তু এখন থেকে এই নিয়মে (Bank Account Rules) একটি বড় পরিবর্তন করা হয়েছে। এখন থেকে একজন ব্যক্তি তার ব্যাংক অ্যাকাউন্টে নমিনি হিসেবে একের পর এক অথবা একই সাথে চারজনকে নমিনি হিসেবে নথিভুক্ত করতে পারবেন। এই চারজনই এই ব্যাংক অ্যাকাউন্টের অধিকারী হতে পারবে। কে কত শতাংশ অর্থের অধিকারী হবেন তাও নির্দিষ্ট করে দিতে পারবে মূল অ্যাকাউন্ট হোল্ডার।
যারা ব্যাংকের লকার ব্যবহার করেন তাদের ক্ষেত্রেও একাধিক নমিনিযুক্ত করার সুযোগ দেওয়া হচ্ছে। লকারের ক্ষেত্রে একের পর এক ধারাবাহিক পদ্ধতিতে নমিনি যুক্ত করা যাবে। এই পদ্ধতির মাধ্যমে যদি প্রথম নমিনির সাথে যোগাযোগ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে দ্বিতীয় নমিনিকে কার্যকর বলে ধরে নেওয়া হবে। এইভাবে ধারাবাহিকভাবেই নমিনি পদ্ধতি চলবে। এতে যে শুধুমাত্র গ্রাহকরা সুবিধা পাবেন তা নয়, ব্যাংক কর্তৃপক্ষও সুবিধা পাবে। কারণ লকারের মালিকের অবর্তমানে কে নমিনি হবে তাই নিয়ে কোন প্রকার আইনি জটিলতা সৃষ্টি হবে না। ধারাবাহিক নমিনির মাধ্যমে একজনের অবর্তমানে দ্বিতীয় জন সেই লকারের মালিকানা পেয়ে যাবেন।
সেদিন সংসদে ব্যাংকের নিয়মাবলী (Bank Account Rules) সম্পর্কিত অনেক কথাই বলেছেন নির্মলা সীতারামন। তিনি জানিয়েছেন ২০১৪ সাল থেকেই ব্যাংকের অ্যাকাউন্টকে আরো অনেক বেশি স্থিতিশীল এবং সুরক্ষিত করে তোলার চেষ্টায় রয়েছে সরকার। সরকার গঠনের দশ বছর পর তার চাক্ষুষ প্রমাণ পাচ্ছেন গ্রাহকরা। বর্তমানে দেশের প্রায় প্রতিটি ব্যাংক পেশাগত ভাবেই পরিচালিত হচ্ছে। ব্যাংকিং আইন সংশোধন বিল ২০২৪ এ ব্যাংকের পরিষেবা ও সুরক্ষা প্রক্রিয়া সংক্রান্ত পাঁচটি আইনের ১৯ টি সংশোধন প্রস্তাবিত হয়েছিল। সেগুলিও কেন্দ্রীয় সরকারের দ্বারা অনুমোদিত হয়েছে।
একদিকে যখন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ব্যাংকিং আইন সংশোধন বিল ২০২৪ (Bank Account Rules) সম্পর্কিত বিল প্রস্তাব করছেন সংসদে। অন্যদিকে একই সময়, প্রতিমন্ত্রী পংকজ চৌধুরী লিখিতভাবে সরকারি সেক্টরে ব্যাংকগুলির সংযুক্তিকরণের বিষয়ে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন। রাজ্যসভার বৈঠকে তিনি জানিয়েছেন সরকারি ব্যাংকগুলির সংযুক্ত করণের ক্ষেত্রে সঠিকভাবে বিচার বিবেচনা করা হচ্ছে না। ২০১৯ সালে সরকারের পক্ষ থেকে মোট ১০ টি ব্যাংকের সংযুক্তিকরণের মাধ্যমে চারটি ব্যাংক তৈরি করা হয়েছে।