১০ দিন শিয়ালদা থেকে আংশিক ভাবে বাতিল লোকাল ট্রেন, দেখে নিন তালিকা

Shyamali Das

Published on:

নিজস্ব প্রতিবেদন : ডানকুনি থেকে খড়গপুর শাখায় ওভার ব্রিজের কাজ চলার কারণে লোকাল ট্রেন (Local Train) চলাচলের ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা হবে বলে জানানো হয়েছে রেলের তরফ থেকে। লোকাল ট্রেন আংশিকভাবে বন্ধ রাখা হবে আর এই লোকাল ট্রেন বন্ধ থাকার কারণে নতুন করে যাত্রী ভোগান্তির শিকার হতে হবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে।

রেলের তরফ থেকে জানানো হয়েছে, ওভার ব্রিজের কাজ চলার কারণে আগামী ১৫ জুন অর্থাৎ বৃহস্পতিবার থেকে ১৯ জুন এবং ২৫ জুন থেকে ২৯ জুন পর্যন্ত চার ঘন্টা করে লোকাল ট্রেন পরিষেবা ব্যাহত থাকবে। এই কাজ চলার সময় একাধিক লোকাল ট্রেন বাতিল রাখার পরিকল্পনা গ্রহণ করেছে রেল। লোকাল ট্রেন ছাড়াও বেশ কয়েকটি এক্সপ্রেস এবং মেল ট্রেনের গতি বৃদ্ধি নিয়ন্ত্রণ করা হবে এবং কিছু ট্রেন ঘুরপথে চালানো হবে।

বাতিল লোকাল ট্রেনের মধ্যে রয়েছে ডানকুনি থেকে দুটি, শিয়ালদা থেকে তিনটি এবং বারুইপুর থেকে একটি। ট্রেনগুলি হল ৩২২৪৮, ৩২২৫০ ডানকুনি-শিয়ালদা লোকাল। ৩২২৪৫, ৩২২৪৭ শিয়ালদা-ডানকুনি লোকাল। ৩২৪১৩, ৩২৪১৪ শিয়ালদা-বারুইপাড়া লোকাল।

৩২২৪৮ ডানকুনি-শিয়ালদা লোকাল : ট্রেনটি রাত ৮:৩২ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে এবং রাত ৯:২০ মিনিটে স্টেশনে পৌঁছায়।

৩২২৫০ ডানকুনি-শিয়ালদা লোকাল : ট্রেনটি রাত ১০:৩১ মিনিটে ডানকুনি থেকে ছাড়ে এবং শিয়ালদা পৌঁছায় রাত ১১:২০ মিনিটে।

৩২২৪৫ শিয়ালদা-ডানকুনি লোকাল : ট্রেনটি সন্ধ্যা ৭:০৭ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে এবং ডানকুনি পৌঁছায় রাত ৭:৫০ মিনিটে।

৩২২৪৭ শিয়ালদা-ডানকুনি লোকাল : ট্রেনটি রাত ৯:৩৪ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে এবং ডানকুনি পৌঁছয় রাত ১০:১৭ মিনিটে।

৩২৪১৩ শিয়ালদা-বারুইপাড়া লোকাল : ট্রেনটি রাত ৮:৪২ মিনিটে শিয়ালদা থেকে ছাড়ে এবং বারুই পাড়া পৌঁছায় রাত ৯:৫০ মিনিটে।

৩২৪১৪ বারুইপাড়া-শিয়ালদা লোকাল : ট্রেনটি বারুইপাড়া থেকে ছাড়ে রাত ১০:৫০ মিনিটে এবং শিয়ালদা পৌঁছায় ১১:৫০ মিনিটে।