নিজস্ব প্রতিবেদন : গত সপ্তাহে বৃষ্টির পরও বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ কমে নি। যে কারণে বৃষ্টি না হওয়ায় তৈরি হয়েছে অস্বস্তিকর পরিস্থিতি। তবে এরই মাঝে চলতি সপ্তাহের মাঝেই বৃষ্টির পূর্বাভাস দিলো হওয়া অফিস। এই বৃষ্টির কারণে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, বর্তমানে মৌসুমী অক্ষরেখা পাটনা থেকে উত্তরবঙ্গ, সিকিম হয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে আগামী রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের বিভিন্ন এলাকায় এবং সিকিমে প্রবল বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। অন্যদিকে আগামী বুধবার এবং বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফ থেকে।
হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি জেলাতে ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবারে একইভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়ি জেলায়। বুধবার এই সকল জেলাগুলিতে কমলা সর্তকতা জারি করা হয়েছে।
অন্যদিকে উত্তরবঙ্গের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বুধবার ১০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হওয়ার পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের এই সকল জেলাগুলির সাথে সাথে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার ক্ষেত্রেও একই রকম বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এইসকল জেলাগুলির ক্ষেত্রে হলুদ সর্তকতা জারি করা হয়েছে।
বৃহস্পতিবার একইভাবে উত্তরবঙ্গের একাধিক জেলার পাশাপাশি ভারী বৃষ্টির হলুদ সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং দুই ২৪ পরগনা জেলার জন্য। তবে শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। তবে রেহাই মিলবে উত্তরবঙ্গের বাসিন্দাদের। উত্তরবঙ্গে রবিবার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে।