Railway station name: ভারতে রয়েছে আজব নামের এই সকল রেল স্টেশন, পড়তে গেলে ছুটবে কালঘাম

Prosun Kanti Das

Published on:

Advertisements

Some railway stations in India have really funny names that can’t be exposed: ভারতীয় রেলপথ সাপের মতো বিছিয়ে রয়েছে সমগ্র দেশে। এটি হলো গোটা দেশের প্রাণকেন্দ্র। সাধারণ মানুষের যাতায়াতের সবথেকে বড় মাধ্যম হলো রেলপথ। দেশের এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য মানুষ রেল ব্যবস্থার সাহায্য নিয়ে থাকে। এই ট্রেনে ধরতে গেলে প্রথমে যেতে হয় স্টেশনে, আর প্রতিটি স্টেশনে লেখা থাকে তার নাম। এই প্রতিবেদনে আলোচনা হবে দেশের হাস্যকর রেলস্টেশনের নাম (Railway station name)।

Advertisements

এই দেশের প্রতিটি রেল স্টেশনে সেই স্টেশনের নাম একটি হলুদ বোর্ডে তিনটি ভাষায় লেখা থাকে। তিনটি ভাষা হল, হিন্দি, ইংরেজি ও স্থানীয় ভাষা। যেসব মানুষজন প্রতিনিয়ত যাতায়াত করেন তারা বিভিন্ন রকম অদ্ভুত ধরনের স্টেশনের নাম দেখতে পান। কিছু কিছু রেলওয়ে স্টেশনের নাম (Railway station name) পড়লে না হেসে থাকা যাবে না। অনেকে আবার রেল স্টেশনের নাম পড়ে তার ইতিহাস জানার চেষ্টা করেন।

Advertisements

এবার জেনে নেওয়া যাক দেশের সবথেকে ক্ষুদ্রতম রেলওয়ে স্টেশনের নাম (Railway station name), যা পড়ার আগেই মনে হবে শেষ হয়ে গেল। ওড়িশাতে রয়েছে এমন একটি মজাদার ছোট্ট রেল স্টেশন। যার নাম শুনলে অবশ্যই আপনার হাসি পেয়ে যাবে। সেই মজাদার ছোট্ট রেল স্টেশনের নাম হল ইব। যখন এই ক্ষুদ্র নাম পড়তে যাবেন তখনই অবাক হতে হবে। তবে এই হাস্যকর রেলস্টেশনটির নাম রাখা হয়েছে ইব নদীর নাম অনুসারে। এছাড়াও এটি হলো দেশের সবথেকে সুন্দর রেলস্টেশন।

Advertisements

এই ষ্টেশনটি সম্পর্কে প্রথম জানা যায় ১৮৯১ সালে বেঙ্গল নাগপুর রেলওয়ের নাগপুর-আসানসোল লাইনের উদ্বোধনের সময়। এই স্টেশনটি ১৯০০ সালে ক্রস কান্ট্রি হাওড়া-নাগপুর-মুম্বই লাইনে নির্মিত হয়। জনকে অবাক হবেন যে, ১৯০০ সালে তৈরি হয় বিশ্বের সবচেয়ে ছোটো স্টেশন ইব। যখন বেঙ্গল নাগপুর রেলওয়ে ইব নদীর উপর সেতু নির্মাণ করেছিল, ঠিক সেই সময়ে ঘটনাক্রমে কয়লা আবিষ্কৃত হয়। আর ব্যাপক পরিমাণে কয়লা পাওয়া যাওয়ার পর সেখানে তৈরি হয়েছিল ইব কোলফিল্ড।

এবার জানব সবথেকে বড় নামের রেলওয়ে স্টেশন কোনটি। দেশের খুব কম লোকই এটি সম্পর্কে জানেন। ভারতের একটি দীর্ঘতম নামের রেলস্টেশন হল, ভেঙ্কটনরসিংহরাজুভারিপেটা স্টেশন। এই বিশাল নামযুক্ত স্টেশনটির কোড হল VKZ। জেনে নিন এই স্টেশনটি কোথায় অবস্থিত? দক্ষিণ ভারতের তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত অন্ধ্রপ্রদেশের রেলওয়ে স্টেশন এটি। কিন্তু দীর্ঘতম নামের রেল স্টেশনের তকমা ছিনিয়ে নিয়েছে চেন্নাই সেন্ট্রাল। এই স্টেশনের নামকরণ করা হয়েছিল পুর্চি থালাইভার ডাঃ এম জি রামচন্দ্রন সেন্ট্রাল রেলওয়ে স্টেশন। বর্তমানে দ্বিতীয় দীর্ঘতম নামের স্টেশন এখন ‘ভেঙ্কটনরসিসিংহরাজুভারিপেটা’।

Advertisements