Stange facts about Animal: এক জিভের ওজনই হাতির সমান, কোন সে প্রাণী, দেখেছেন কখনো

Prosun Kanti Das

Published on:

Advertisements

Stange facts about Animal: সারা পৃথিবী জুড়ে কত ধরনের প্রাণীই না বসবাস করে। কারো বাসস্থান জলে আবার কেউ বা বাস করে ডাঙ্গায়। আবার এমন অনেক প্রাণী আছে যারা জল-স্থল উভয় জাগাতেই বাস করে থাকে। সাধারণত এদের উভচর বলেই ডাকা হয়। আবার আমাদের আশেপাশের প্রাণী জগতের দিকে তাকালে দেখা যায় যে, কিছু প্রাণী রয়েছে যারা অতি ক্ষুদ্র। এতটাই ক্ষুদ্র যে খালি চোখে তাদের ঠাওর করাও মুশকিল হয়ে দাঁড়ায়। আবার এমন প্রাণীও আছে যাদের আকার এতটাই বিশাল যে একদৃষ্টিতে তাদের চোখে আঁটা কঠিন।

Advertisements

একটা সময় পৃথিবীতে সব থেকে বড় প্রাণী ছিল ডাইনোসর। তবে ডাইনোসররা পৃথিবী থেকে বিলুপ্ত হয়েছে। বর্তমানে ডাঙ্গায় চড়ে বেড়ানো প্রাণীদের মধ্যে সবথেকে বৃহৎ বপুর অধিকারী প্রাণী হলো হাতি। তবে এ তো গেল ডাঙ্গার কথা। জল-স্থল মিলিয়ে পৃথিবীতে বর্তমানে এমন প্রাণীও আছে যার এক একটি জীবের ওজন ডাঙ্গায় চরে বেড়ানো সবথেকে বড় প্রাণী হাতির ওজনের সমান (Stange facts about Animal)।

Advertisements

কথা হচ্ছে জলের নিচে দাপিয়ে বেড়ানো স্তন্যপায়ী প্রাণী তিমির কথা। তবে সব তিনি আকারে সুবিশাল হয় না। মূলত জলের নিচে থাকা নীল তিমি বর্তমান পৃথিবীর সবথেকে বড় প্রাণী তিমি আকারে এতটাই বড় হয় যে এর একটি লেজের ঝাপটে ছোটখাটো জাহাজও উল্টে যেতে পারে। সাধারণভাবে একটি নীল তিমির ওজন প্রায় ১৮০ টনের কাছাকাছি হতে পারে তাহলে বোঝাই যাচ্ছে তার একটি জীবের ওজন কত হতে পারে।

Advertisements

আরও পড়ুন : Strange Fact: সাপের বিষে প্রাণ হারায় বহু প্রাণী, আবার এক রোগ থেকে মুক্তি পেতে উটের ওষুধ বিষাক্ত সাপের বিষ

এখনো পর্যন্ত আবিষ্কৃত সব থেকে বড় নীল তিমির দৈর্ঘ্য পাওয়া গিয়েছে ৯৮ ফুট লম্বা এবং ওজনে ১৯৯ টন। আশ্চর্যের বিষয় হলো জলের প্রাণী হলে নীল তিমি আওয়াজ করতে পারে। তাদের আওয়াজের ফ্রিকোয়েন্সি আট থেকে পঁচিশ হার্জের মধ্যে হয়। তবে অন্যান্য স্তন্যপায়ী প্রাণীদের মত স্বাদের অনুভূতি ছাড়াও, নীল তিমির এই অঙ্গটি অন্যান্য কাজের সাথে জড়িত। নীল তিমি তার জিভটি ফিল্টার-ফিডিং কাজে লাগায়। এদের স্বাদের অনুভূতি সম্ভবত অন্যান্য স্তন্যপায়ী প্রাণীর মতোই উন্নত, কারণ তাদের জিহ্বায় বেশ বড় বড় স্বাদ কোরক থাকে।

নীল তিমির জিব্বা এই ধরনের সুগঠিত হওয়ার একটি বিশেষ কারণও রয়েছে। যেহেতু নীল তিমি মূলত তার জীবের মাধ্যমেই শিকার ধরে থাকে, তাই তার জিভকে বিবর্তনের মাধ্যমে বেশ সুগঠিত করে তুলেছে। নীল তিমি হাঁ করে জল শুদ্ধ একবারে প্রচুর পরিমাণে ছোট মাছ ঝাঁক সুদ্ধ গিলে নেয়। তারপর জিভ দিয়ে ফিল্টারের মতো মাছগুলোকে আটকে জলটা বাইরে বের করে দেয়। প্রসঙ্গত উল্লেখ্য নীল তিমির বমি কিন্তু এক মহার্ঘ বস্তু (Stange facts about Animal)। যার দাম কয়েক কোটি টাকা পর্যন্ত হতে পারে। একটি নীল তিমি গড়ে ৮০ থেকে ৯০ বছর বাঁচে।

Advertisements