Strange fact of Railway: ভারতীয় রেল হল দেশের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড। ধনী থেকে দরিদ্র সকলেরই যাতায়াতের অন্যতম মাধ্যম হলো এই রেল। দূরে কিংবা কাছে যেকোন গন্তব্যে খুব সহজেই পৌঁছে যেতে পারবেন ভারতীয় রেলের মাধ্যমে। স্বল্প খরচে এমন নিরাপদযাত্রা আর কোথাও করা সম্ভব নয়। যাত্রী সুরক্ষার কথা মাথায় রেখে ভারতীয় রেল বিভিন্নরকম প্রকল্প নিয়ে আসে এবং অনেক উন্নত পরিষেবা দেওয়ার চেষ্টা করে যাত্রীদের।
ভারতীয় রেলের এমন বহু অজানা বিষয় আছে যা বহু মানুষই জানেন না। দেশবাসীর জীবনের এই গুরুত্বপূর্ণ পরিবহন ব্যবস্থা সম্পর্কে সবারই কমবেশি কৌতূহল রয়েছে। শিরা উপশিরার মত ছড়িয়ে রয়েছে গোটা দেশে। ভারতীয় রেল হল আসলে দেশের লাইফলাইন এবং এই তকমাটা অর্জন করতে লেগে গেছে বহু বছর। বর্তমান সময়ে লাখ, লাখ, কোটি কোটি মানুষ এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাওয়ার জন্য রেল ব্যবস্থাকেই বেছে নেন। কিন্তু ভারতে এমন একটি স্টেশন আছে যেখানে প্রবেশ করতে গেলে আগে দিতে হয় ঘুষ। এই ঘুষ না দিলে সমস্যার শেষ থাকে না সেটা জানেন? বিষয়টি সম্পর্কে (Strange fact of Railway) না জানলে মনোযোগ সহকারে পড়ুন আজকের প্রতিবেদনটি।
আরো পড়ুন: ভাইরাল হওয়া ভিডিও মনে করিয়ে দিলো ‘মিশন ইমপসিবল’এর কথা, জানুন বিস্তারিত
সমাজের সব ধরনের মানুষ রেলের মাধ্যমে তাদের গন্তব্যস্থলে পৌঁছতে পারে। ভারতীয় রেল (Strange fact of Railway) অবিরাম পরিশ্রম করে চলেছে যাত্রীদের সুরক্ষিত এবং আরামদায়ক যাত্রা দেবার জন্য। নিজেকে দিনের পর দিন উন্নত করছে আধুনিক প্রযুক্তির দ্বারা। সম্প্রতি সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে, ভিডিওটি রীতিমতো আলোড়ন সৃষ্টি করেছে গোটা দেশে। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে একটি স্টেশনে ট্রেন ঢুকছে। এদিকে যাত্রীরাও দাঁড়িয়ে রয়েছেন সেখানে। এর পরের ঘটনা আপনি চোখে না দেখলে বিশ্বাস করবেন না। এই দেশে এখনো এমন অদ্ভুত ঘটনা ঘটতে পারে তা কল্পনা করা যায় না।
আরো পড়ুন: ইতিহাস সাক্ষী হয়ে থাকল এই ঘটনার, সৌদি আরবে হল তুষারপাত
ভিডিওটি ভালোভাবে দেখলে বুঝবেন ট্রেনের সামনে এসে লাফালাফি করতে শুরু করে দিয়েছে ঝাঁকে ঝাঁকে বাঁদর। এরকম দৃশ্য যে সত্যি ঘটতে পারে তা ভাবা যায় না। অবশ্য ট্রেনের লোকো পাইলট এর কাছে এই ঘটনাটি একেবারেই স্বাভাবিক। তিনি হয়তো ব্যাপারটি সম্পর্কে আগে থেকেই অবগত। তিনি বাঁদরদের লক্ষ্য করে খাবার দিতে শুরু করেন। এরপর বাঁদররাও সেগুলি লুফে নেয়। ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল হতে সকলেই যেন হাসি থেমে রাখতে পারছে না। ভারতীয় রেলের এই অজানা তথ্য (Strange fact of Railway) সকলকে যেন অবাক করে দিয়েছে।
সরকারি কর্মীদের ঘুষ নেবার কথা শুনেছি কিন্তু তারাও যে কাউকে ঘুষ দিতে পারে এইটা জীবনে প্রথমবার দেখতে হচ্ছে। এ যেন প্রকৃতির ঘুষ নেওয়া। বাঁদরদের অঘোষিত নির্দেশ হলো স্টেশনে ঢুকতে গেলে ঘুষ দিতে হবে এবং সেই ঘুষ কোনরকম অর্থ নয় বরং খাবার। ঘুষ দেওয়া হলে তবেই ট্রেনটিকে স্টেশনে ঢুকতে দেওয়া হবে। এই বিরল ঘটনাটি দেখা গেছে রাজস্থানের একটি স্টেশনে। এটি নাকি রাজস্থানের গোরম ঘাট রেলওয়ে স্টেশনের ভাইরাল হওয়া ভিডিও।