Some tips to eliminate the possibility of bicycle theft: সাইকেল বহু প্রাচীন থেকেই আমাদের একটি নির্ভরযোগ্য পরিবহনের মাধ্যম। কর্মক্ষেত্র থেকে শুরু করে পড়াশুনার জন্য বিদ্যালয় যাওয়ার কাজেও ব্যবহৃত হয় দু চাকার এই যান। হালকা এবং সহজ চালনার জন্য এর চল এত বেশি। দামের অনেক সস্তা অন্য সব পরিবহন মাধ্যমের থেকে। তবে এই সাইকেল চুরি (Prevent bicycle stealing) হয়ে যাওয়ার সম্ভবনা থাকে প্রবল। বহু সাইকেল আরোহী তাদের নির্ভরযোগ্য এই দু চাকার যানের এই চুরি হওয়ার প্রবণতায় দুশ্চিন্তাগ্রস্ত। এই দুশ্চিন্তা নিবারণের উপায় নিয়ে আমরা হাজির এই প্রতিবেদনে।
সাইকেল চুরি হওয়ার হাত থেকে বাঁচাতে সর্বপ্রথম সাইকেলের নিরাপত্তা বাড়ানো আবশ্যিক। নিম্নলিখিত পাঁচটি উপায় অবলম্বন করলে প্রিয় সাইকেলটি চুরি হওয়ার ভয় দূর হবে চিরতরে। অনুপযুক্ত এবং দুর্বল বাজার চলতি লকের বদলে ভালো এবং উন্নত মানের লক ব্যবহার করলে সাইকেল চুরির সম্ভাবনা (Prevent bicycle stealing) অনেকাংশেই কমে যায়।
সাইকেল সুরক্ষিত রাখার কিছু টিপস:
- সাইকেল সুরক্ষিত রাখার জন্য সব সময় ইউ লক এবং ভারী লোহার চেইন ব্যবহার করা উচিত। কেবল লক সহজে ভাঙা যায়, সে কারণে কখনোই সেগুলি ব্যবহার করা উচিত নয়। ছোট ইউ লক ব্যবহারের ফলে লক ভাঙ্গার জায়গা খুব কম থাকে অতএব সহজে এটি ভাঙা যায় না।
- সাইকেল সব সময় ভারি কোন বস্তু লোহা গাছ বা মাটির কাছাকাছি রেখে তারপর লক করা উচিত।
- একই জায়গায় প্রতিদিন সাইকেল রাখলে সেটি স্বাভাবিকভাবেই অসাধু ব্যক্তির নজরে পরে এর ফলে সাইকেল চুরির সম্ভাবনা বৃদ্ধি পায়। কোন একটি নির্দিষ্ট স্থানের বদলে সাইকেল বিভিন্ন জায়গায় রাখলে অথবা জনবহুল কোন জায়গায় রাখলে চুরির সম্ভাবনা কমানো সম্ভব।
- গাড়ি এবং বাইকে যেরকম বিভিন্ন ধরনের জিপিএস ট্র্যাকার ব্যবহার করা হয় সেই রকম ট্র্যাকার ব্যবহার করা যেতে পারে সাইকেলে। ব্লুটুথ সাইকেল ট্রাকার ব্যবহার করা যেতে পারে যার দাম জি পি এস ট্র্যাকারের থেকে অনেক কম। এই ব্লুটুথ ট্র্যাকার লাগানোর ফলে সাইকেল অনেক অংশেই সুরক্ষিত কারণ এই অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে সহজেই লোকেশন ট্র্যাক করা সম্ভব।
- বাড়ি বা গ্যারেজে সাইকেল রাখলেও সেটিকে সবসময় লক করে রাখার চেষ্টা করুন এবং সাইকেলটি কাছাকাছি রাখার চেষ্টা করা উচিৎ। এর কারণ সাইকেল চুরি করার সম্ভাবনা থাকলে সহজেই তা যাতে নজরে আসে।
সাইকেলের প্রতি একটা উদাসীনতা থাকার দরুন এর চুরি হওয়ার সম্ভাবনা থাকে প্রবল সর্বপ্রথম দু চাকার প্রিয় এই যানটির উপর উদাসীনতা কমানো আবশ্যক চালকের। কোন জায়গায় সাইকেল রাখলে অবশ্যই সেটি লক আছে কিনা সেটি দেখে নিয়ে তারপরে বাকি কাজ সারা প্রয়োজন। উক্ত জিনিসগুলি মাথায় থাকলে স্বাভাবিকভাবেই সাইকেল চুরির (Prevent bicycle stealing) দুশ্চিন্তা এড়িয়ে চলা সম্ভব।