Train Cancellations: আবারও একাধিক ট্রেন বাতিলের ঘোষণা রেলের, যাত্রাপথও নিয়ন্ত্রিত হবে কিছু ট্রেনের

Prosun Kanti Das

Updated on:

Advertisements

Train Cancellations: বর্তমানে যে কোনো প্রান্তে পৌঁছাতে গেলে মানুষ আর যাতায়াতের বাহন হিসেবে শুধু পায়ের উপরই ভরসা করে না। বেছে নেন যে কোনো গাড়ির মাধ্যম। কেউ ট্রেন পথে যান, কেউ সড়কপথে যান তো কেউ আবার জলপথ বা বিমানপথে যান। তবে এইসব যাতায়াতের মাধ্যমগুলির মধ্যে অন্যতম সাশ্রয়ী আরামদায়ক ভ্রমণের মাধ্যম হল রেলপথ। যে রেলপথ যাত্রীদের সুবিধার্থে নতুন নতুন পদক্ষেপ গ্রহণ করছে। সম্প্রতি সেই রেল তরফেই একগুচ্ছ ট্রেন বাতিলের ঘোষণা করল। যার ফলে ভোগান্তির শিকার হবে যাত্রীরা। কোন রুটে ট্রেন বাতিলের সিদ্ধান্ত নিল রেল? কোন কোন তারিখেই বা পাওয়ার ব্লক বন্ধ থাকবে? প্রতিদিনের রেল যাত্রী হয়ে থাকলে অবশ্যই জেনে নিন।

Advertisements

ভারতের যাতায়াতের লাইফ লাইন বলা হয় রেল মাধ্যমকে। যে মাধ্যমের উপর ভরসা করে প্রতিদিন নানা প্রান্তে ছুটে চলে সাধারণ মানুষ। ফলে হঠাৎ করে ট্রেন বাতিল হলে ভোগান্তির শিকার হতে হয় রেল যাত্রীদের। বিশেষ করে যেসব যাত্রীরা ডেইলি প্যাসেঞ্জারি করে তাদের বিপদে পড়তে হয়। আর সেই বিপদ এড়াতেই আগেভাগে ট্রেন বাতিলের (Train Cancellations) ঘোষণা করলেন রেল।

Advertisements

শিয়ালদা ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হবে বলে জানিয়েছে রেল। চলতি মাসের ৮ তারিখ এবং ৯ তারিখ অর্থাৎ শনিবার ও রবিবার বাতিল করা হয়েছে একাধিক ট্রেন। প্রায় সাড়ে ৯ ঘণ্টার মতো বন্ধ থাকবে পাওয়ার ব্লক। পাশাপাশি বেশ কিছু ট্রেনের যাত্রাপথ নিয়ন্ত্রণ করা হবে বলে জানিয়েছে রেল। কি কারনে এই ট্রেন বাতিল (Train Cancellations)? এই বিষয়ে রেল তরফে জানানো হয়েছে, ফুটওভার ব্রিজের কাজ চলছে বাসুলডাঙ্গা স্টেশনে। আর সেই কারণেই এই ট্রেন বাতালে সিদ্ধান্ত রেলের। তাই চলুন জেনে নেওয়া যাক কোন কোন সময় কোন কোন রুটের ট্রেন বাতিল করা হয়েছে।

Advertisements

আরও পড়ুন: শিয়ালদা-হাওড়া ডিভিশনে চালু হচ্ছে এসি লোকাল ট্রেন? নিমেষে ছবি হয়েছে ভাইরাল

ঘোষণা অনুযায়ী ৮ তারিখ রাত ১০:১৫ মিনিট থেকে বন্ধ থাকবে পাওয়ার ব্লক। পরের দিন অর্থাৎ ৯ তারিখ সকাল ৮টার পর খোলা হবে পাওয়ার ব্লক। ৮ তারিখ যে ট্রেনগুলি বাতিল (Train Cancel) থাকছে তা হলো ডায়মন্ড হারবার টু শিয়ালদা লোকাল আপ ৩৪৮৫৭ এবং শিয়ালদহ টু ডায়মন্ড হারবার লোকালের ডাউন ৩৪৮৬০,৩৪৮৫৬ এই ট্রেনগুলি। অন্যদিকে নষ ৯ তারিখ যে ট্রেনগুলি বন্ধ (Train Cancellations) থাকবে তা হল ডাউন ৩৪৮৮২ সোনারপুর-ডায়মন্ড হারবার, আপ ৩৪৮৯১ ডায়মন্ড হারবার-বারুইপুর। আপ ৩৪৮১২,৩৪৮১৫,৩৪৮১৭,৩৪৮২৩ শিয়ালদহ টু ডায়মন্ড হারবার এবং ডাউন ৩৪৮১২,৩৪৮১৮,৩৪৮২০ ডায়মন্ড হারবার টু শিয়ালদহ।

টেন বাতিলের পাশাপাশি বেশ কিছু ট্রেন ঘুর পথে চলাচল করবে। সেই ট্রেনগুলি হল ৩৪৮৫৪/৩৪৮৫৯ শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল। যা মগরা হাট থেকে ছাড়বে। ৩৪৮৫৮ শিয়ালদহ-ডায়মন্ড হারবার লোকাল ৮ তারিখে বারুইপুরে এসে থামবে। ৩৪৮১১ ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ তারিখে বারুইপুর থেকে রওনা দেবে।
৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরা হাট থেকে সংক্ষিপ্তভাবে বন্ধ থাকবে। ৩৪৮১৪/৩৪৮১৯ শিয়ালদহ-ডায়মন্ড হারবার-শিয়ালদহ লোকাল ৯ তারিখে মগরাহাট থেকে চলাচল করবে।

Advertisements