নিজস্ব প্রতিবেদন : বিখ্যাত গায়ক অরিজিৎ সিং (Arijit Singh) এখন আলোচনার সবার নয়নের মনি হয়ে দাঁড়িয়েছেন। অনুরাগীদের মনস্কামনাও তাকে পূরণ করতে দেখা যাচ্ছে একের পর এক মঞ্চে। দিন কয়েক আগেই কলকাতার কনসার্ট, এরপর আবার আইপিএল উদ্বোধনী অনুষ্ঠানে লাইভ শো আর এবার শিলিগুড়ি কনসার্ট।
ঘরের ছেলে অরিজিতের গান শোনার জন্য দিন কয়েক ধরেই মুখিয়ে ছিল শিলিগুড়ি। অবশেষে মঙ্গলবার রাতে সেই স্বপ্ন পূরণ হয়। মঙ্গলবার রাতে শিলিগুড়িতে যে কনসার্টের আয়োজন করা হয় সেই কনসার্টের বিভিন্ন মুহূর্তের ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যারা সরাসরি কনসার্ট দেখার সুযোগ পাননি তারা এখন সোশ্যাল মিডিয়ার সেই সকল ভিডিওর ঘরের ছেলের সুরের জাদুতে মেতেছেন।
অরিজিৎ সিং শিলিগুড়িতে কনসার্টে হাজির হওয়ার আগেই ঝড় তোলেন রেল স্টেশনে। একজন সেলিব্রেটি মানুষ আর পাঁচটা সাধারণ মানুষের মতো তিস্তা তোর্সা এক্সপ্রেসে চড়ে শিলিগুড়ি পৌঁছান। কোনরকম বডিগার্ড ছাড়াই সাধারণ মানুষদের মতোই স্টেশনে নামেন। তার এই ভাবে স্টেশনে নামা দেখে স্টেশনে উপস্থিত ব্যক্তিরা তাকে ঘিরে ধরেন। যদিও কনসার্ট উদ্যোক্তারা তাকে ঘেরা টোপের মধ্য দিয়ে নিয়ে যান।
মঙ্গলবার ভোর রাতের এমন দৃশ্যের পর শিলিগুড়ি এবং অন্যান্য জায়গা থেকে আগত দর্শকরা কেবল অপেক্ষায় ছিলেন কনসার্ট কখন শুরু হবে। অবশেষে সেই শুভক্ষণ আসতেই ১৪ হাজার দশকে ভরে যায় শিলিগুড়ির কাঞ্চনজঙ্ঘা স্টেডিয়াম। ‘দেবা দেবা’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘ঝুমে জো পাঠান’, ‘ইতনা সোনা কিউ’, ‘রাবতা’-এর মতো একের পর এক গান দিয়ে জমতে শুরু করে কনসার্ট।
@arijitsingh Live in concert in Siliguri#ArijitSinghLive #ArijitSingh #Siliguri
?❤️ pic.twitter.com/HTF70CRcDy— Priyaah (@Priya_1815) April 5, 2023
অন্যদিকে এই কনসার্ট চলাকালীন নীল পাগড়ি, সঙ্গে নীল রঙের টি-শার্ট, সাদা প্যান্ট আর নীল-সাদা জ্যাকেটে অরিজিৎ যখন গিটার হাতে গান গাইছেন সেই সময় হঠাৎ ঝেঁপে বৃষ্টি নামে। সেখানে উপস্থিত ধর্ষকরা জানিয়েছেন সেই বৃষ্টি ও অরিজিৎ সিংকে কাবু করতে পারেনি। বরং বৃষ্টিতে আরও মজে ওঠেন শিল্পী এবং উপস্থিত দর্শকরা।