Mithun Chakraborty: মিঠুন চক্রবর্তীকে নিয়ে বিস্ফোরক মন্তব্য ছেলে মিমোর

Prosun Kanti Das

Published on:

Advertisements

Son Mimo made explosive comments about Mithun Chakraborty: বাংলা তথা গোটা বলিউডের তিনি সুপারস্টার। তিনি আর কেউ নন মিঠুন চক্রবর্তী(Mithun Chakraborty)। তাকে চেনে না এমন মানুষ কমই আছে। নিজের জীবনে অনেক উত্থান পতনের সম্মুখীন হয়েছে তিনি। এবার বাবার জীবনের বিভিন্ন অধ্যায় নিয়ে স্পষ্টভাবে মুখ খুললেন ছেলে মিমো ওরফে মহাক্ষয় চক্রবর্তী। কেরিয়ারের এক সময় মিঠুন চক্রবর্তী বিভিন্ন রকম বি -গ্রেড সিনেমাতে কাজ করেছিলেন। কোনরকম লুকোচুরি না করে মিমো বলেছেন বাবা টাকার জন্যই হয়তো এরকম সিনেমা করতে বাধ্য হয়েছিল। নিজের বাবাকে নিয়ে সোজাসাপটা উত্তর দিলেন মিঠুন-পুত্র মিমো।

Advertisements

এমনকি নিজের ছোট ভাই নমসী চক্রবর্তীর সাথেও মতের মিল হলো না মিমো চক্রবর্তীর। বাবার কেরিয়ার প্রসঙ্গে আলোচনা করতে গিয়ে এই কথা বলে ফেললেন মিঠুন পুত্র। মহাগুরু কেরিয়ারে আজম গায় টালমাটাল শুরু হয় ২০০০ সালে। অভিনয় পর্যন্ত করতে হয়েছিল বিভিন্ন বি-গ্রেড ছবিতে। মিঠুন চক্রবর্তীর (Mithun Chakraborty) মতো একজন সুপারস্টার কেন এমনটা করলেন, প্রশ্ন উঠেছিল তাই নিয়ে।

Advertisements

যিনি ইন্ডাস্ট্রিতে এত সফল, তাও কেন এরকম ছবিকে অভিনয় করতে হলো মিঠুন চক্রবর্তীকে(Mithun Chakraborty)? সম্প্রতি তার ছোট ছেলে নমসী জানিয়েছিলেন, বাবার ‘গুন্ডার’ মতো ছবিতে অভিনয় করা মোটেও উচিৎ হয়নি। তিনি মনে করেন ওই সিনেমা তার বাবার পক্ষে মোটেই যোগ্য ছিল না।

Advertisements

মিমো বলেছেন তার বাবার (Mithun Chakraborty) এই সিদ্ধান্ত শুধুমাত্র টাকার জন্য, নিজের সংসারের জন্য। মিমো বলেছেন, বাবার পতনের সবথেকে বেশি সাক্ষী ছিলেন মা। কারণ তখন সবাই খুব ছোট। মিঠুন চক্রবর্তী একজন বড় মাপের অভিনেতা। যখনই কোনো সিনেমা ফ্লপ হতো তখনই তিনি হতাশায় ভুগতেন। কি বলছেন তিনি এ প্রসঙ্গে, মিঠুন যা করেছেন সবই তার পরিবারের জন্য। উটিতে যে হোটেল তার খরচ সামলানোর জন্য।

তিনি আরো বলেছেন যে, ব্যাপারটা এমন নয় যে সব প্রযোজকরা ক্ষতির মুখ দেখছিলেন। সেই সময় যদি কোনো সিনেমাতে ৭০ লক্ষ খরচ হতো তাহলে তার পরিবর্তে এক কোটি পাওয়া যেত। বর্তমানে মিঠুন চক্রবর্তী ‘ডান্স বাংলা ডান্স’-এ কাজ করছেন। তিনি সর্বদাই পরিবারের কথা চিন্তা করে কাজ করেন। সবাই তাকে নিয়ে খুবই গর্বিত। একমাত্র পরিবার ছাড়া আর কিছুই তিনি ভাবেন না, সব চিন্তাভাবনা তার পরিবারকে ঘিরেই।

Advertisements