BCCI Secretary: বিশ্বের মধ্যে ভারতীয় ক্রিকেট বোর্ড হল অন্যতম ধনী ক্রিকেট বোর্ড। পৃথিবীর বিভিন্ন শক্তিশালী ক্রিকেট বোর্ডগুলোকে দক্ষতার সঙ্গে পরিচালনা করে এই ভারতীয় ক্রিকেট বোর্ড। এতদিন ভারতীয় ক্রিকেট বোর্ডের দায়িত্বে ছিলেন অমিত শাহর পুত্র জয় শাহ। তবে আশা করা যাচ্ছে ভারতীয় ক্রিকেট রাজনীতিতে হয়তো পালাবদলের সময় চলে এসেছে। আজকের প্রতিবেদনে আপনারা জানতে পারবেন আগামী দিনে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসাবে কে আত্মপ্রকাশ করতে চলেছে।
এই পালাবদলের রাজনীতিতে কার কাঁধে দায়িত্বভার অত্যাচার চলেছে তা জানতে পারবেন এই প্রতিবেদনে। অমিত শাহর পুত্র জয় শাহ (Jay Shah) এতদিন দক্ষতার সঙ্গে ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের সমস্ত দায়িত্ব পালন করে এসেছেন। তবে বর্তমান পরিস্থিতি খানিকটা অন্যরকম। খুব শীঘ্রই হয়তো তিনি ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিবের (BCCI Secretary) পদ ত্যাগ করে আইসিসির চেয়ারম্যান হতে পারেন।
জয় শাহ পদত্যাগ করলে ভারতীয় সচিবের পদে কার নাম উঠে আসতে পারে জানেন কি তা? তিনি রোহন জেটলি (Rohan Jaitley)। তার আসল পরিচয় আপনাকে আরো অবাক করবে। তিনি বেশ কয়েকদিন আগে দিল্লি ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন। তবে রোহন ও জয় শাহর মধ্যে অনেকটাই মিল আছে। জয় যখন বোর্ড সচিব (BCCI Secretary) হয়েছিলেন, তার বাবা অমিত শাহ বিজেপি ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন। পাশাপাশি রোহনও মোদী শিবিরের বেশ ঘনিষ্ঠ। তাঁর সঙ্গে রয়েছে রাজনীতি জগতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
আরো পড়ুন: চেয়ারম্যান হলেও এখনই চেয়ার পাচ্ছেন না জয় শাহ, জেনে নিন কবে মিলবে গদি
রোহন জেটলির আসল পরিচয় হলো তিনি আইনজীবী ও বিজেপি সদস্য অরুণ জেটলির ছেলে। অরুণ বিজেপির অর্থমন্ত্রী ছিলেন। অরুণ জেটলি একাধারে ক্রিকেট, আইন, এবং রাজনীতি তিনটি বিষয়েই যথেষ্ট দক্ষ। রাজনীতির ক্ষেত্রে তার প্রভাব লক্ষ্য করা যায়। বিজেপি শিবিরে তিনি ছিলেন ভীষণ জনপ্রিয়, এছাড়াও প্রতিপক্ষ শিবিরেও তার অনেক প্রশংসা শোনা যায়। তিনি স্বভাবের দিক থেকে মৃদুভাষী ছিলেন তাই প্রতিপক্ষ দলের নেতা-মন্ত্রীরাও বিভিন্ন বিষয় নিয়ে তার সাথে আলাপ-আলোচনা করতেন। নরেন্দ্র মোদীকে গুজরাট থেকে দেশের প্রধানমন্ত্রী করার মূলে সবথেকে বড় অবদান রয়েছে অরুন জেটলির।
দিল্লি ক্রিকেটের উন্নতিতে অরুণ জেটলির অবদান সত্যিই প্রশংসনীয়। তাঁর ছেলে রোহন জেটলি গত বছর দিল্লি অ্যান্ড ডিস্ট্রিক্ট ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত হন। রিপোর্টের মাধ্যমে যারা যায় যে, প্রয়াত বিজেপি নেতা অরুণ জেটলির ছেলেই হয়তো আগামী দিনের ভারতীয় ক্রিকেট বোর্ডের নতুন সচিব (BCCI Secretary) হতে পারেন। রোহন এর বয়স মাত্র ৩৫ বছর এবং তিনি যদি ভারতীয় ক্রিকেট বোর্ডের অন্দরে পা রাখেন তাহলে বাবার মতোই ভারতীয় ক্রিকেটে নতুন দিশা দেখাতে পারবেন এমনটাই আশা রাখছেন বিশেষজ্ঞরা।