নিজস্ব প্রতিবেদন : নেপোটিজম, এই কথাটি বহুল আলোচিত। প্রতিটি ইন্ডাস্ট্রিতে স্বজনপোষণের অভিযোগ ওঠে। বংশানুক্রমে তারকা হয়ে ওঠার ঘটনা এই স্বজনপোষণকে আরও বেশি দাবিদার করে তোলে। তবে এই ধারণা ভুল এমনটাও ব্যাখ্যা দিতে দেখা গিয়েছে তারকা সন্তানদের একাংশকে। বরং তারা তারকা সন্তান হওয়ার দরুন বেশি বিপদের সম্মুখীন হন এমনটাও দাবি করে থাকেন। এমন দাবি করাদের মধ্যে অন্যতম হলো কুমার শানুর ছেলে জান কুমার শানু। প্রকাশ্যে এমন বিস্ফোরক দাবি করেছেন তিনি।
কুমার শানুর ছেলে জান কুমার শানু নিজেও একজন গায়ক। তিনি দাবি করেছেন, কুমার শানুর সন্তান হওয়ার কারণেই তার নাকি অনেক কাজ বাতিল করে দেওয়া হয়। তার গান শোনার আগেই ব্যক্তির পরিচয় জেনেই এই সকল কাজ বাতিল করে দেওয়া হয়। রিয়ালিটি শো বিগ বস-এ তিনি সম্প্রতি অংশগ্রহণ করেছিলেন। সেই রিয়ালিটি শো তার নিজস্ব পরিচিতি তৈরি করতে সাহায্য করেছিল বলেও তিনি দাবি করেন।
জানের কথায়, “অন্য আর পাঁচটা মানুষের মত কষ্ট করেই আমাকে উপার্জন করতে হয়। আমি তো বলব কুমার শানুর ছেলে হওয়ার কারণে আমাকে আরও দ্বিগুন পরিশ্রম করতে হয়। লোকে অনেকেই ভাবেন রুপোর চামচ মুখে জন্মগ্রহণ করেছি, ওর কাছে সব কাজই সহজ। লোকে ভাবে আমার কাছে অনেক কাজ আছে। কিন্তু এই ধারণা সম্পূর্ণ ভুল। আর এই ভুল ধারণা ভাঙ্গার জন্যই লড়াই করে নিজেকে প্রমাণ করার চেষ্টা করছি।”
জান আগেই জানিয়েছিলেন, তিনি যখন মায়ের পেটে ছিলেন তখনই তাদের বাবা ও মায়ের বিচ্ছেদ হয়। তারপর তাকে তিলে তিলে মানুষ করেছেন মা। তার বড় হয়ে ওঠার ক্ষেত্রে কোন ভাবে সাহায্য করেননি কুমার শানু। এমনকি পেশাদার ক্ষেত্রেও এখনো পর্যন্ত কোনদিন বাবা হিসাবে কুমার শানু তাকে সাহায্য করেননি। তবে তা সত্ত্বেও ব্যক্তি পরিচয়ের কারণে তাকে পদে পদে ধাক্কা খেতে হচ্ছে।