‘বেশরম ফালতু গান’, Pathaan হিটের মাঝেই নয়া মন্তব্য সোনা মহাপাত্রের

বেশরম রং গানটি মুক্তি পাবার পর থেকেই নানা বিতর্কের মধ্যে দিয়ে যেতে হয়েছে তাকে। এত দিনে মানুষ যদিও ভুলতে শুরু করেছিল সেই বিতর্ক। তবে আবার পুরনো বিতর্কে নতুন করে উস্কে দিতে চেষ্টা করলেন সঙ্গীতশিল্পী সোনা মহাপাত্র।

কিছুদিন আগে পাঠান’-এর বেশরম রং গানে দীপিকা গেরুয়া বিকিনি পরা নিয়ে তুমুল বিতর্ক শুরু হয়েছিল। যদিও সেই বিতর্ক আজ ধামা চাপা পরেছে পাঠান সিনেমাটির সাফল্যে। আর এই কয় দিনেই বক্স অফিসে রেকর্ড গড়েছে ‘পাঠান’। শাহরুখের এটি ছিল কামব্যাক সিনেমা। দর্শক তাকে নিরাশ করেন নি কোনো ভাবেই।

মুক্তির আগে থেকেই সিনেমাটি সুপার হিট। আর মুক্তির পর সোমবার পাঠান-এর জন্য ছিল ষষ্ঠ দিন। মাত্র ৫ দিনেই ৫০০ কোটি টাকা উপার্জন করেছে এই ছবি। মুক্তির ৫ দিনে গোটা বিশ্বে পাঠানের আয় হয়েছে ৫৪২ কোটি টাকা। বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ জানিয়েছেন, ভারতের বক্স অফিসে পাঠান-এর ব্যবসা ৩৩৫ কোটি, আর বিদেশের মাটিতে ২০৭ কোটি টাকা।

এইদিকে টুইটে ‘অম্বরসরিয়া’ খ্যাত গায়িকা সোনা মহাপাত্রর একটি পোস্ট করেন বেশরম রং গানটি নিয়ে। তিনি তার পোস্টে লেখেন, গানটি নাকি একদম ফালতু। বেশরম রং নিয়ে এত তর্ক-বিতর্ক মধ্যম মানের এই গানটিকে জনপ্রিয়তা এনে দিয়েছে। ক্যাপশনের সঙ্গে তিনি একটি হাততালি দেওয়ার ইমোজিও দিয়েছেন। তিনি আরো বলেছেন, যে গানের নিজস্ব পরিচয় রয়েছে, সেই গান এত দ্রুত জনপ্রিয়তা পায় না।

এই ক্যাপশান লেখার সাথে তিনি নিজের ‘রসরকলি বো’ গানের শ্যুটের একটি ভিডিয়ো পোস্ট করেছেন। যেখানে ব্লাউজ ছাড়া একটি গেরুয়া রঙের শাড়ি পরতে দেখা গেছে সোনাকে। সোনা জানিয়েছেন, ওডিশায় তিনি ছোটো থেকে তাঁর ঠাকুমা ও দিদিমাকে এভাবেই শাড়ি পরতে দেখেছেন।