লোকাল ট্রেনে যাতায়াত করা পর্দার ভিলেন সোনু এখন পরিযায়ীদের কাছে ভগবান

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : সহযাত্রী এবং নায়ক এটাই এখন পরিচয় বলিউডের সুপারস্টার সোনু সুদের। সিনেমায় নয় বাস্তবে হাজার হাজার পরিযায়ী শ্রমিককে তিনি বাসে, ট্রেনে করে ফেরাচ্ছেন দেশের বিভিন্ন প্রান্তে। কখনও বিমান ভাড়া করে বাড়ি ফিরিয়ে দিচ্ছেন আটকে পড়া নার্সিং কর্মীদের। শ্রমিকদের পাশে থেকে একদিকে যেমন তিনি তাদের সহযাত্রী অন্যদিকে শ্রমিকদের রক্ষা করে তিনি এখন সত্যিকারের নায়ক, পরিযায়ীদের কাছে ভগবান।

Advertisements

Advertisements

করোনা মহামারীতে সবচেয়ে বেশি বিপদে পড়েছে দেশের পরিযায়ী শ্রমিকরা। কেন্দ্র ও রাজ্য সরকারগুলি যেখানে শ্রমিকদের ফেরানো নিয়ে স্থির সিদ্ধান্তে আসতে পারেছে না তখন এক স্টার তাঁর অতিমানবিক প্রচেষ্টায় পাশে এসে দাঁড়িয়েছেন অসহায় পরিযায়ী শ্রমিকদের পাশে।

Advertisements

বলিউডের এই সুপার স্টার উঠে এসেছেন পাঞ্জাবের এক মধ্যবিত্ত পরিবার থেকে। অভিনয় জীবনের শুরুতে থাকতেন মুম্বাইয়ের এক শহরতলীতে। যাতায়াত করতেন লোকাল ট্রেনে। সেই সময় সোনু সুদের লোকাল ট্রেনে যাতায়াত করার এক পাস পোস্ট করেছেন এক নেট নাগরিক।

সেখানে তিনি লিখেছেন, “যিনি নিজেই একসময় কষ্ট করেছেন, তিনি অন্য মানুষের কষ্ট বুঝবেন, এটাই স্বাভাবিক।”

পুরনো ট্রেনের পাসে দেখা যাচ্ছে, ১৯৯৭ সালে মাত্র ৪২০ টাকা দিয়ে বরিভালি থেকে চার্জগেট নিয়মিত যাতায়াত করতেন। সেই সময় সোনুর বয়স ছিল মাত্র ২৪ বছর। এতদিন পরে সেই ট্রেনের পাসের ছবি দেখে নস্টালজিক হয়ে পড়েছেন সোনু সুদ। মন্তব্য করেছেন, “জীবনটাই আসলে একটা গোল বৃত্ত।”

একক প্রচেষ্টায় পরিযায়ী শ্রমিকদের ফেরানোর কাজ করায় তিনি জয় করে নিয়েছেন দেশের মানুষের হৃদয়। দেশের তরুণ প্রজন্ম তাকে রিলে নয় এখন রিয়েল হিরোর মর্যাদা দিচ্ছে।

Advertisements